অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

অনিল চট্টোপাধ্যায়

অনিল চট্টোপাধ্যায় (২৫ অক্টোবর, ১৯২৯ – ১৭ মার্চ, ১৯৯৬) বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা। তিনি সত্যজিৎ রায়, তপন সিংহ এবং ঋত্বিক ঘটকের মতো খ্যাতনামা বাঙালি পরিচালকদের সাথে কাজ করেছেন। তিনি কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন।

ঋত্বিক ঘটকের নাগরিক, কোমল গান্ধার, অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা- প্রতিটি ছবিতেই তিনি তাঁর প্রতিভার স্বাক্ষক রেখেছিলেন। সত্যজিৎ রায় তাঁকে বেছেছিলেন দেবী, কাঞ্চনজঙ্ঘা, মহানগর-এর মত সিনেমায়। বাদ যাননি মৃণালসেনও। তাঁর একদিন অচানক সহ বহু ছবির অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। এছাড়াও অভিনয় করেছেন বহু গুরুত্বপূর্ণ ছবিতে। তার মধ্যে রয়েছে সাগিনা মাহাতো, অমানুষ, জতুগৃহের মত ছবি।

অনিল চট্টোপাধ্যায় অভিনীত গুরুত্বপূর্ণ ছবি

  • নাগরিক (চলচ্চিত্র) (১৯৫২)

  • যোগ বিয়োগ (চলচ্চিত্র) (১৯৫৩)

  • সাজঘর (১৯৫৫)

  • অসবর্ণ (১৯৫৬)

  • উল্কা (চলচ্চিত্র) (১৯৫৭)

  • পুর্ণমিলন (১৯৫৭)

  • অযান্ত্রিক (চলচ্চিত্র) (১৯৫৮)

  • রাজলক্ষ্মী ও শ্রীকান্তু (চলচ্চিত্র) (১৯৫৮)

  • মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)

  • দীপ জ্বেলে যাই (১৯৫৯)

  • মেঘে ঢাকা তারা (১৯৬০)

  • দেবী (চলচ্চিত্র) (১৯৬০)

  • তিন কন্যা (চলচ্চিত্র) (১৯৬১)

  • কোমল গান্ধার (১৯৬১)

  • রক্ত পলাশ, (১৯৬২)

  • কাঞ্চনজঙ্ঘা (চলচ্চিত্র) (১৯৬২)

  • বন্ধন (১৯৬২)

  • নির্জন সৈকতে (১৯৬৩)

  • মহানগর (চলচ্চিত্র) (১৯৬৩)

  • জতুগৃহ (১৯৬৪)

  • অশান্ত ঘূর্ণি (১৯৬৪)

  • সন্ধ্যা দীপের শিখা (১৯৬৪)

  • জয়া (চলচ্চিত্র)(১৯৬৫)

  • ফারার (১৯৬৫)

  • সন্নাটা (১৯৬৬)

  • মহাশ্বেতা (১৯৬৭)

  • পঞ্চশর (১৯৬৮)

  • সমান্তরাল (চলচ্চিত্র) (১৯৭০)

  • সাগিনা মাহাতো (১৯৭০)

  • খুঁজে বেড়াই (১৯৭১)

  • বন পলাশীর পদাবলী (১৯৭৩)

  • কবিতা (১৯৭৩)

  • সাগিনা (১৯৭৪)

  • ছন্দপতন (১৯৭৪)

  • অমানুষ (চলচ্চিত্র) (১৯৭৫)

  • টুসি (১৯৭৮)

  • হীরে মানিক (১৯৭৯)

  • চোখ (চলচ্চিত্র) (১৯৮৩)

  • পরমা (১৯৮৪)

  • পার (১৯৮৪)

  • আনকহি (১৯৮৫)

  • আজ কা রবিনহুড (১৯৮৭)

  • এক দিন অচানক (১৯৮৯)

সূত্র: উইকিপিডিয়া

সর্বশেষ সংশোধন করা : 1/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate