অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

রজতাভ দত্ত

রজতাভ দত্ত বাংলা চলচ্চিত্র, ধারাবাহিক এবং থিয়েটারের এক বিখ্যাত অভিনেতা। তিনি অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন। তিনি কামিনের মতো হিন্দি চলচ্চিত্রে এবং মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার-এর মতো ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি জি বাংলায় প্রচারিত জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের একজন বিচারক।

প্রথম জীবন

তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে মাধ্যমিক পাস করেন। তিনি গোয়েঙ্কা কলেজ অব কমার্স থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৭ সালে তিনি নেতাজি নগর কলেজ থেকে গ্রাজুয়েট হন।

চলচ্চিত্র জীবন

রজতাভ দত্ত (তিনি রণিদা নামে সমধিক পরিচিত) ১৯৮৭ সাল থেকে থিয়েটারে অভিনয় করছেন। তিনি স্বপ্নসন্ধানী থিয়েটার গ্রুপে অভিনয় করেছেন। তিনি চলচ্চিত্রে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। তিনি এরপর ক্রমে ক্রমে তিনি খ্যাতির শীর্ষে আরোহণ করেন। সব রকম চরিত্রে মানিয়ে যাওয়ার এক আশ্চর্য ক্ষমতা আছে তাঁর। এটাই তাঁর এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল, গ্যাংস্টার, বাদশাহী আংটি, আশ্চর্য প্রদীপ, এক থি ডাইন, আজব গাঁয়ের আজব কথা ইত্যাদি।

পুরস্কার

  • ‘পারমিতার একদিন’ চলচ্চিত্রের জন্য ২০০১ সালে সেরা অভিনেতা হিসাবে বিএফজেএ পুরস্কার
  • এম এল এ ফাটাকেষ্ট চলচ্চিত্রের জন্য ২০০৬ সালে সেরা খলনায়ক হিসাবে আনন্দলোক পুরস্কার

কয়েকটি গুরুত্বপূর্ণ সিনেমা

২০১৪

বাদশাহী আংটি[

২০১৪

চার

২০১৩

খিলাড়ি

২০১৩

আলেয়ার আলো

২০১৩

রংবাজ

২০১৩

বস্‌

২০১৩

খোকা ৪২০

২০১৩

আশ্চর্য প্রদীপ

২০১৩

এক থি ডায়ান

২০১৩

কানামাছি

২০১৩

লাভেরিয়া

২০১৩

নামতে নামতে

২০১২

তিন কণ্যা

২০১২

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

২০১২

আলেয়ার আলো

২০১২

চ্যালেঞ্জ ২

২০১২

আমি যে চেয়েছি তোমায়

২০১২

ছুটির ফাঁদে

২০১২

দুর্গা

২০১২

হয়তো প্রেমের জন্য

২০১২

পাগলু ২

২০১২

লে হালুয়া লে

২০১২

লাভ গুরু

২০১২

রঙ রাউত প্রেম

২০১২

সেক্টর ভি

২০১২

তবুও বসন্ত

২০১২

গোড়ায় গন্ডগোল

২০১১

ভোরের পাখি

২০১১

উড়ো চিঠি

২০১১

আমিও নেবো চ্যালেঞ্জ

২০১১

পাগলু

২০১১

বাজিকর

২০১১

চলো পাল্টাই

২০১১

হ্যান্ডকাফ

২০১১

বাই বাই ব্যাংকক

২০১১

তখন তেইশ

২০১০

কখনো বিদায় বোলো না

২০১০

পথ যদি না শেষ হয়

২০১০

লজ্জা

২০১০

ঠিকানা রাজপথ

২০০৯

ক্রোধ

২০০৯

আমার সঙ্গে

২০০৯

কামিনে

২০০৯

ওলট পালট

২০০৯

চ্যালেঞ্জ

২০০৯

ফ্রেন্ড

২০০৭

আই লাভ ইউ

২০০৭

প্রেম

২০০৭

সংঘর্ষ

২০০৭

টাইগার

২০০৭

তুলকালাম

২০০৭

অভিমন্যু

২০০৬

এম.এল.. ফাটাকেষ্ট

২০০৬

প্রিয়তমা

২০০৪

প্রহর

২০০৩

বোম্বাইয়ের বোম্বেটে

২০০৩

নীল নির্জনে

২০০৩

পথ

২০০৩

রাস্তা

২০০২

মিস্টার এন্ড মিসেস লায়ার

২০০১

এবং তুমি আর আমি

২০০০

চক্রব্যূহ

২০০০

পারমিতার একদিন

সূত্র: উইকিপিডিয়া

সর্বশেষ সংশোধন করা : 12/17/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate