অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

সব্যসাচী চক্রবর্তী

সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তাঁর জন্ম ১৯৫৬ সালের ৮ই সেপ্টেম্বর কলকাতায়। ১৯৯২ থেকে তিনি অভিনয় করছেন। জোছন দস্তিদারের সোনেক্সের তেরো পার্বণ সিরিয়াল থেকেই তিনি পশ্চিমবাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। সব্যসাচীর সব থেকে উল্লেখযোগ্য চিত্রায়ন সত্যজিৎ রায়ের ফেলুদা। সন্দীপ রায়ের ‘বাক্স রহস্য’ টেলিফিল্ম এবং ফেলুদার উপর টিভি সিরিজে অভিনয় করার পর তিনি ফেলুদার ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ ফেলুদা চিত্রায়নের পরেও তাঁকে বাঙালি দর্শক ফেলুদা হিসাবে যথেষ্ট সমাদরের সাথে গ্রহণ করেছে। সব্যসাচী বলিউডের কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। দিল সে, খাকি, পরিণীতা তার মধ্যে উল্লেখযোগ্য।

প্রথম জীবন

তাঁর বাবা জগদীশ চন্দ্র চক্রবর্তী এবং মা মনিকা চক্রবর্তী ছোটবেলা থেকেই তাঁকে আদর করে "বেণু" বলে ডাকেন। তাই আজও সিনেমার জগতে তাঁকে এই নামেই সম্বোধন করা হয়। ১৯৭৫ সালে তিনি দিল্লির অ্যান্ড্রু কলেজ থেক এইচএসসি পাস করেন। দিল্লির বিখ্যাত হন্সরাজ কলেজ থেকে তিনি বিএসসি ডিগ্রি নেন। ১৯৭৮ সালে তিনি দিল্লিতে এএমআই পরীক্ষায় উত্তীর্ণ হন। অভিনয় ছাড়াও প্রকৃতি-পরিবেশের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। ১৯৮৬ সালে তিনি মিঠু চক্রবর্তীকে বিয়ে করেন; যিনি বাংলা টিভি জগতে একজন জনপ্রিয় মুখ। তাঁদের দুই ছেলে গৌরব ও অর্জুন; যারা আগামী দিনের মেধাবী অভিনেতা।

গুরুত্বপূর্ণ অভিনয়

বাংলা সিরিয়াল

  • তেরো পার্বণ
  • সেই সময়
  • উড়নচন্ডী
  • বাংলা সিনেমা
  • অন্তর্ধান, ১৯৯২
  • শ্বেত পাথরের থালা, ১৯৯৪
  • চতুরঙ্গ
  • সিনেমায় যেমন হয়, ১৯৯৪
  • কাকাবাবু হেরে গেলেন, ১৯৯৬
  • বাক্স রহস্য , ১৯৯৬
  • দামু, ১৯৯৭
  • সম্প্রদান, ১৯৯৭
  • আত্মীয় স্বজন
  • এক যে আছে কন্যা , ২০০০
  • এক টুকরো চাঁদ, ২০০৩
  • বোম্বাইয়ের বোম্বেটে, ২০০৩
  • মহুলবনীর সেরেং, ২০০৪
  • ওয়ারিশ, ২০০৪
  • শতাব্দির গল্প, ২০০৪
  • সংঘর্ষ , ২০০৪
  • নিশিযাপন, ২০০৫
  • মন্ত্র, ২০০৫
  • হার্বার্ট, ২০০৬
  • বিবর, ২০০৬
  • দ্য নেমসেক, ২০০৬
  • মানুষ ভূত,২০০৬
  • বালিগঞ্জ কোর্ট, ২০০৭
  • কৈলাসে কেলেঙ্কারি , ২০০৭
  • লাল-কালো , ২০০৭
  • রক্তমুখি নিলা, ২০০৮
  • ভালোবাসা ভালোবাসা, ২০০৮
  • টিনটোরেটর যিশু, ২০০৮
  • অংশুমানের ছবি, ২০০৯
  • পিয়ালির পাসওয়ার্ড, ২০০৯
  • 033, ২০০৯
  • থানা থেকে আসছি, ২০০৯
  • ছ-এ-ছুটি , ২০১০
  • ল্যাবরেটরি, ২০১০
  • গোরস্থানে সাবধান, ২০১০
  • রয়েল বেঙ্গল রহস্য , ২০১১
  • ভুতের ভবিষ্যত, ২০১২
  • চলো পটল তুলি ,২০১২
  • হেমলক সোসাইটি, ২০১২
  • ছায়াময় , ২০১২
  • হলুদ পাখির ডানা , ২০১২
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ২০১৫

হিন্দি সিনেমা

  • দিল সে,১৯৯৮
  • খাকি,২০০৪
  • পরিণীতা,২০০৫
  • মাইকেল, ২০১৩

সূত্র: উইকিপিডিয়া

সর্বশেষ সংশোধন করা : 6/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate