অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

আইন বিষয়ক প্রয়োজনীয় ইংরেজি শব্দের অর্থ ২

আইন বিষয়ক প্রয়োজনীয় ইংরেজি শব্দের অর্থ ২

করপাস ডেলিকটি (Corpus delicti): যার ওপর অপরাধ সংঘটিত হয়েছে, তার বস্তু-অবশেষ উদ্ধার করা। যেমন, খুনের লাস বা পুড়িয়ে দেওয়া বাড়ির দগ্ধাবেশেষ, ইত্যাদি।

কুইড প্রো কো (Quid pro quo): এই ল্যাটিন শব্দটির অর্থ ‘কীসের জন্য কী’ বা ‘কিছুর জন্য কিছু’। অর্থাৎ, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কোনও চুক্তি পালন বাধ্যতামূলক হয় যখন দুই পক্ষের মধ্যে মূল্যবান কোনও বস্তুর আদানপ্রদান ঘটে। সেই জন্য যখন কোনও কোম্পানি তাদের নতুন তৈরি করা জিনিস বাজারে বিক্রি করার আগে পরীক্ষা করার জন্য লোকদের ব্যবহার করতে দেয়, তখন তার জন্য সাধারণত টাকা নেয় না। এই জন্য যে, সেই বস্তু কাজ না করলেও তার জন্য ব্যবহারকারীদের আইনত কিছু করার থাকে না।

কোডিসিল (Codicil): উইল বা ইচ্ছাপত্রের সংশোধন।

ক্যাপিটল ক্রাইম (Capital crime): যে অপরাধের দণ্ড হল মৃত্যু।

ক্রিমিন্যাল ইনস্যানিটি (Criminal insanity): ভালো ও মন্দের তফাৎ বোঝার অক্ষমতা; কোনও কিছু করার বা করা থেকে বিরত হওয়ার মানসিক অক্ষমতা।

ক্লাস অ্যাকশন (Class action): যে মামলা এক বা একাধিক লোক একটি সমগ্র দলের হয়ে আদালতে আনে।

জয়েণ্ট অ্যান্ড সেভারেল লায়াবিলিটি (Joint and several liability): আইনের একটি ভাষা, যার অর্থ দুর্ঘটনার জন্য কোনও দল দায়ী হলে, সেই দলের প্রত্যেকটি ব্যক্তি আলাদা ভাবে পুরো ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, যদি অন্য কেউ ক্ষতিপূরণ দিতে অসমর্থ হয়।

জয়েন্ট টেনানসি(Joint tenancy): যুগ্ম ভাবে সম্পত্তির মালিকানা (একে অনেক সময়ে ‘সার্ভাইভারশিপ’ বলা হয়)। এ ক্ষেত্রে এক জন মালিকের মৃত্যু হলে, অন্য জন সম্পত্তির পুরো মালিকানা পায়।

জাজমেণ্ট (Judgement) বা রায়: মামলায় দুই পক্ষের বক্তব্য ও সাক্ষ্য প্রমাণ শোনার পর বিচারক তাঁর যে সিদ্ধান্ত সরকারি ভাবে প্রকাশ করেন।

জুভেনাইল ডেলিনকোয়েন্সি (Juvenile delinquency): বালক-বালিকাদের করা অপরাধ।

ডমিসাইল (Domicile): স্থায়ী বাসস্থান।

ডিফেমেশন (Defamation): মানহানি।

ডিসকভারি (Discovery): মামলা শুরু হওয়ার আগে তার সম্পর্কিত ঘটনাসমূহ ও তথ্যাদি জানার উপায়গুলি।

ডিসমিস্যাল (Dismissal): মামলা খারিজ।

নেগলিজেন্স (Negligence): সাধারণ ভাবে এক জন বিচারবুদ্ধি-সম্পন্ন পরিণামদর্শী লোক যে সাবধনতা অবলম্বন করবে সেটা না করা।

নোটারি পাবলিক (Notary Public): সরকারি কর্মচারী যার কাজ হল লোককে শপথ করানো, স্ট্যাম্প পেপারে লিখিত কাগজে কেউ সই করার পর সেটিতে সই করে তাকে প্রামাণিক করা ইত্যাদি।

(সংকলিত)

সর্বশেষ সংশোধন করা : 12/14/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate