অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

বিংশ শতাব্দীর বিজ্ঞান

বিংশ শতাব্দীর বিজ্ঞান

  • অতি নিম্ন তাপমান
  • ১৯০৮ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : হাইকে কামেরলিং ওনেস

  • অতি-তরলতা (সুপারফ্লুইডিটি)
  • আবিষ্কার : ১৯৩৭ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : পয়টর কাপিৎসা

  • আধুনিক বিবর্তনীয় সংশ্লেষণ
  • সময়কাল : ১৯১৮ থেকে ১৯৩২ এবং ১৯৩৬ থেকে ১৯৪২ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : রোনাল্ড ফিশার, জে বি এস হ্যালডেন এবং অন্যরা।

  • আন্টিকিথেরা যান্ত্রিক পদ্ধতি
  • আবিষ্কার : ১৯০২ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : ভ্যালেরিওস স্টাইস

  • আলোর দ্বৈতসত্তা
  • প্রকাশ : ১৯০৫ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : আইনস্টাইন

  • উইলিয়াম কুলিজ এবং তাঁর এক্স-রশ্মি টিউব
  • আবিষ্কার : ১৯১৩ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : উইলিয়াম কুলিজ

  • এক্স-রে কেলাস-বিজ্ঞান, মিয়োগ্লোবিন
  • আবিষ্কার : ১৯৩৪ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : জে ডি বার্নাল ও ডরোথি ক্রোফোর্ড, মাক্স পেরুৎজ, জে সি কেন্ড্রু ও অন্যরা

  • কোয়ান্টাম তত্ত্ব
  • ঘটনা : ১৯০০ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : মাক্স প্লাঙ্ক

  • ক্রমবর্ধমান বিশ্ব-ব্রহ্মাণ্ড
  • আবিষ্কার : ১৯২৯ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : এডউইন হাবল

  • ক্রোমোজোম তত্ত্ব ও জিন-ম্যাপ
  • আবিষ্কার : ১৯১১ - ১৯১৩ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : টমাস হান্ট মরগান আলফ্রেড হেনরি স্টার্টভেন্ট

  • গামারশ্মি
  • আবিষ্কার : ১৯০০ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : পল ভিলার্ড

  • গোড়ার কথা
  • " এখন আর পদার্থবিদ্যায় কোনও নতুন আবিষ্কারের সম্ভাবনা নেই; যা বাকি রয়েছে তা হল সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মাপন।"

  • চন্দ্রশেখর সীমা
  • আবিষ্কার : ১৯৩০ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : সুব্রহ্মনিয়ন চন্দ্রশেখর

  • জিন-তত্ত্ব এবং প্রাকৃতিক নির্বাচন-তত্ত্বের সংশ্লেষণ
  • আবিষ্কার : ১৯১৮ থেকে পরবর্তীকাল বিজ্ঞানী : ফিশার, হলডেন, রাইট

  • জৈব যৌগ পৃথকীকরণে কলাম ক্রোমাটোগ্রাফির কৃত্কৌশল
  • আবিষ্কার : ১৯০১ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : মিখাইল সোয়েট, রাশিয়া

  • জোড়া ক্রোমোজম
  • আবিষ্কার : ১৮৬৬-১৯০৫, ১৯১০ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : গ্রেগর মেন্ডেল, থিওডর সাটন, টমাস মর্গান

  • টেফলন
  • ঘটনা : ১৯৩৮ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : রয় প্ল্যাঙ্কেট ও জ্যাক রেবক ,

  • ট্র্যানজিস্টার
  • ঘটনা : ১৯৫৬ খ্রিস্টাব্দ আবিষ্কারক : জন বার্ডিন, উইলিয়াম বি শোকলি এবং ওয়াল্টার এইচ ব্র্যাটেইন।

  • ডিএনএ : বংশগতির মূল উপাদান
  • প্রকাশ : ১৯২৮; ১৯৪৪ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : এফ গ্রিফিথ, ও টি আভেরি, কলিন ম্যাকলিয়ড ও ম্যাকলিন ম্যাকার্টি

  • তাপীয় আয়নন তত্ত্ব
  • আবিষ্কার : ১৯২০ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : মেঘনাদ সাহা

  • তুষার যুগের এক নতুন ঘূর্ণন
  • আবিষ্কার : ১৯২০ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : মিলুটিন মিলানকোভিচ

  • তেজস্ক্রিয় অঙ্গার দ্বারা বয়স নির্ণয় (রেডিওকার্বন ডেটিং)
  • ঘটনা : ১৯৪৯ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : উইলার্ড লিবি

  • তেজস্ক্রিয়তার কারণ ও প্রকৃতি
  • ঘটনা : ১৯০২ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : আর্নেস্ট রাদারফোর্ড ও ফ্রেডরিক সডি

  • নভোরশ্মি (কসমিক রে)
  • আবিষ্কার : ১৯১২ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : ভিক্টর হেস

  • নিউক্লীয় বিভাজন
  • আবিষ্কার : ১৯৩৮ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : অটো হান, লিজে মাইটনার

  • নিউট্রন-নক্ষত্র
  • আবিষ্কার : ১৯৩৩ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : ভিলহেলম হাইনরিশ ভালটার বাডে, ফ্রিৎস‌ সুইকি

  • নিউরোট্রান্সমিটার
  • আবিষ্কার : ১৯২১ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : ওটো লোয়েউই

  • পজিট্রন আবিষ্কার
  • আবিষ্কার : ১৯৩২ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : কার্ল ডেভিড অ্যান্ডারসন

  • পৃথিবীর অন্তঃস্থল (কোর)
  • আবিষ্কার : ১৯০৬ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : রিচার্ড ডিক্সন ওল্ডহ্যাম

  • বার্গেস কর্দমশিলা
  • আবিষ্কার : ১৯০৯ খ্রিস্টাব্দ বিজ্ঞানী : চার্লস ডি ওয়ালকোট

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate