অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

শুরুর কথা

শুরুর কথা

১৮৯৫ সালে ল্যুমিয়ের ভ্রাতৃদ্বয় প্যারিসে বিশ্বের প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করেন। এই ঘটনার ১৮ বছরের মধ্যেই ১৯১৩ সালের ৩ মে দাদা সাহেব ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে-র (যিনি দাদা সাহেব ফালকে নামে সুপরিচিত) হাত ধরে উপমহাদেশের চলচ্চিত্র গৌরবোজ্জ্বল যাত্রা শুরু করে। সাদাকালো নির্বাক সেই চলচ্চিত্রটির নাম ছিল ‘রাজা হরিশচন্দ্র’। রামায়ণ ও মহাভারতে বর্ণিত রাজা হরিশচন্দ্রের জীবন নিয়ে তৈরি এই ছবির নারী চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন পুরুষরা। কারণ তখনকার দিনে নারীদের অভিনয় করাটা অশোভন বলে মনে করা হত। সে দিন মুম্বইয়ের (তৎকালীন বোম্বে) নানা শ্রেণির মানুষ জড়ো হয়েছিলেন শহরটির অলিম্পিয়া থিয়েটারে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রটি দৃষ্টিগোচর করার এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য। মজায় বিষয় তখন চলচ্চিত্রকে বলা হত বায়োস্কোপ। যদিও এর আগেই ১৮৯৬ সালের ৭ জুলাই ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্রের প্রদর্শনী হয়ে গেছে। ল্যুমিয়ের ভাইদের এক জন ভারতবর্ষে এসে বোম্বের ওয়াটসন হোটেলে উপমহাদেশের বায়োস্কোপের প্রথম প্রদর্শনীটি করেছিলেন। সে বছরই ডিসেম্বর মাসে কলকাতায় বায়োস্কোপের প্রদর্শনী হয়।

তবে উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা, তথ্যচিত্র নির্মাতা, বিজ্ঞাপনচিত্র নির্মাতা এবং চলচ্চিত্র প্রদর্শক হিসেবে যাঁর নামটি সবার আগে আসা উচিত তিনি এক জন বাঙালি, হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। ১৮৯৮ সালে হীরালাল সেন প্রতিষ্ঠিত দ্য রয়্যাল বায়োস্কোপ কোম্পানিকে বাংলা চলচ্চিত্র তথা উপমহাদেশের চলচ্চিত্রের সূতিকাগার বলে মনে করা হয়। দ্য রয়্যাল বায়োস্কোপ বেশ কিছু নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র র্নির্মাণ করে। হীরালালের তৈরি তথ্যছবি “Anti-Partition Demonstration and Swadeshi Movement at the Town Hall, Calcutta on 22nd September 1905″ উপমহাদেশের প্রথম রাজনৈতিক চলচ্চিত্র বলে গণ্য করা হয়। ১৯১৭ সালে এক অগ্নিকাণ্ডে তাঁর তৈরি সকল চলচ্চিত্র নষ্ট হয়ে যায়। কিন্তু তাঁকে বাঙালি তথা ভারতীয় চলচ্চিত্র মোদীরা ভোলেনি। আজও ভারতীয় সিনেমার শুরুর দিনগুলির আলোচনায় তাঁর কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সূত্র : নাট্যচিন্তা, শতোত্তরবর্ষে বাংলা চলচ্চিত্র, নভেম্বর ২০১৩-এপ্রিল ২০১৪ সংখ্যা থেকে সংকলিত

সর্বশেষ সংশোধন করা : 1/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate