অভিভাবক ও নাবালক আইন, ১৮৯০, এই সংক্রান্ত যাবতীয় আইনকে বাতিল করে। শিশুর অভিভাবকত্ব সংক্রান্ত এটি একমাত্র ধর্ম-নিরপেক্ষ সর্বজনীন আইন, যা জম্মু ও কাশ্মীর বাদে গোটা দেশে প্রযোজ্য। এই আইন বিশেষ করে মুসলিম, খ্রিস্টান, পার্সি ও ইহুদিদের লক্ষ রেখেই তৈরি, কারণ এই সব ধর্মের ব্যক্তিগত আইনে দত্তকের ক্ষেত্রে সম্পূর্ণ অভিভাবকত্ব মেনে নেয় না। এই আইন জাতি ধর্ম নির্বিশেষ সব শিশুর ক্ষেত্রে প্রযোজ্য। এই আইন অনুসারে ১৮ বছরের কমবয়সি সব ব্যক্তিই শিশু। আদালত বা নির্দিষ্ট কর্তৃপক্ষ কোনও শিশুর অভিভাবককে অপসারণ করে বা নতুন অভিভাবককে নিযুক্ত করে অভিভাবক সংক্রান্ত শেষ কথা বলতে পারে। আবেদন ছাড়া কোনও নির্দেশ দেওয়া যায় না। আবেদনে শিশু ও অভিভাবক সম্পর্কে সম্ভাব্য যাবতীয় তথ্য এবং অভিভাবকত্বের কারণ উল্লেখ করতে হবে। আদালত আবেদন গ্রহণ করলে শুনানির দিন ধার্য করে। সিদ্ধান্ত নেওয়ার আগে আদালত সাক্ষ্যপ্রমাণ দেখবে। এক জন অপ্রাপ্তবয়স্ক এবং তার সম্পত্তির একাধিক অভিভাবক থাকতে পারে। আদালত শিশুর স্বার্থরক্ষার দিকে লক্ষ রেখে কাজ করবে, শিশুর বয়স, লিঙ্গ, ধর্ম, অভিভাবকের চরিত্র, বাবা-মায়ের মৃত্যু, অভিভাবকের সঙ্গে শিশুর সম্পর্ক ইত্যাদি আদালত বিবেচনা করবে। শিশুটি কী চায়, তা-ও দেখা হবে।
আরও জানতে দেখুন- Guardians and Wards Act, 1890
সর্বশেষ সংশোধন করা : 5/23/2020