ভারতে খাদ্যের অধিকার বিলটি ইউপিএ সরকার উদ্ভাবিত একটি সামাজিক সুরক্ষা পরিকল্পনা। এ ধরনের একটি খাদ্য সুরক্ষা আইন ভারতের দারিদ্য ও ক্ষুধার চেহারাটা পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু যে বিলটি সংসদে পেশ হওয়ার কথা সেটি সমাজকর্মীদের মহল থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তাদের বক্তব্য, তারা যে ধরনের আইন চেয়েছিলেন, এই বিলে তার সামান্যই প্রতিফলিত হয়েছে। ‘দ্য রাইট টু ফুড ক্যাম্পেন, ইন্ডিয়া’ খাদ্য সুরক্ষা বিলের একটি খসড়া প্রকাশ করেছে। তারা মনে করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী এই বিলটিই তৈরি করেছে।
আরও জানতে দেখুন- Right to Food Legislation and Children
সর্বশেষ সংশোধন করা : 6/26/2020