১৯৫৬ সালে ভারতে মহিলা ও বালিকার গণিকাবৃত্তি দমন আইন, ১৯৫৬ পাস হয়। ১৯৮৬ সালে এই আইন সংশোধিত ও পরিবর্তিত হয়ে দাঁড়ায় গণিকাবৃত্তি রোধ আইন।
এই আইনে ১৮ বছরের নীচে সকল ব্যক্তিকে শিশু বলে ধরা হয়। আইনের প্রথম ধারায় গণিকাবৃত্তিকে বেআইনি বলে ঘোষণা করা হয়। পাশাপাশি গণিকালয়ের মালিকানা থেকে, গণিকার দালালি করে জীবিকা নির্ধারণ করাকে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে চিহ্নিত করা হয়। এই আইনের ৫ নং ধারা অনুযায়ী যদি কোনও ব্যক্তি কোনও শিশুকে কিনে, উৎসাহিত বা বাধ্য করে গণিকায় পরিণত হতে তবে তার ৭ বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে। শিশু পাচারের গোটা শৃঙ্খলের সঙ্গে যুক্ত সকলকে দায়বদ্ধ করার জন্য এই আইন বলে কোনও ব্যক্তি কাউকে দিয়ে গণিকাবৃত্তি করানোর প্রক্রিয়ায় তাকে নিয়োগ, পরিবহণ, হস্তান্তর, কাছে রাখা বা নিজের হাতে নেওয়ার মতো কোনও কাজ করে তা হলেও তাকে গণিকাবৃত্তির সঙ্গে সম্পর্কিত বলে ধরা হবে। উপরন্তু কেনাবেচার চেষ্টা, গণিকালয়ে যাওয়া বা কাউকে গণিকালয়ে পাওয়া গেলে তাকেও এই আইনে শাস্তি দেওয়া যাবে।
আরও জানতে দেখুন- Immoral Traffic Prevention Act, 1986
সর্বশেষ সংশোধন করা : 6/21/2020