এই আইন প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তিদের (পিডবলুডি) অধিকারগুলি সুরক্ষিত রাখে।
১৯৯৬ সালের ১ জানুয়ারি ভারত সরকার প্রতিবন্ধী ব্যক্তি (সমান সুযোগ, অধিকারের সুরক্ষা এবং সম্পূর্ণ অংশগ্রহণ) আইন, ১৯৯৫ পাস করে। ১৮ বছরের কমবয়সি শিশুদের সঙ্গে সম্পর্কিত এই আইনের বিভিন্ন দিকের রূপরেখা নীচে বর্ণিত হয়েছে।
এই আইনে প্রতিবন্ধকতা বলতে অন্ধত্ব, কম দেখতে পাওয়া, কুষ্ঠরোগ থেকে সুস্থ হয়ে ওঠা, কানে কম শোনা, ঠিক মত হাঁটা চলা করতে না পারা, জড়বুদ্ধি, মানসিক অসুস্থতাকে চিহ্নিত করা হয়েছে।
এই আইন সরকারকে প্রতিবন্ধকতা প্রতিরোধ করতে যথাযথ পদক্ষেপ করতে বলে। সেই লক্ষ্যে সরকার অবশ্যই বছরে অন্তত এক বার প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের প্রতিবন্ধকতার সম্ভাবনা বিচার করবে এবং তা প্রতিরোধ করার চেষ্টা করবে। সন্তান জন্মানোর আগে ও পরে মা ও শিশুর স্বাস্থ্যের যে কোনও রকম হানির সম্ভাবনা কমানোর চেষ্টা করবে রাষ্ট্র।
আরও জানতে দেখুন- Persons with Disabilities Act, 1995
সর্বশেষ সংশোধন করা : 6/29/2020