বাল্যবিবাহের সঙ্গে পণ প্রথা এবং বাল্যবৈধব্যের সমস্যাও জড়িত। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অপুষ্টি, মায়ের খারাপ স্বাস্থ্য, অতি প্রজনন এবং অতিরিক্ত জনসংখ্যার সমস্যা।
এই আইন অনুসারে ২১ বছরের কমবয়সি পুরুষ এবং ১৮ বছরের কমবয়সি মেয়েদের শিশু হিসেবে ধরা হয়। যে দু’জনের মধ্যে বিয়ে হচ্ছে তাদের দু’জনই বা যে কোনও এক জন শিশু হলেই তার বিয়েকে বাল্যবিবাহ বলা হবে। এই আইন তৈরি হওয়ার আগে বা পরে যে সব বাল্যবিবাহ হয়েছে, শিশু অবস্থায় যার বিয়ে হয়েছে, তিনি চাইলে সেই বিবাহকে অকার্যকর করে দিতে পারেন। কিন্তু তা করতে করতে হবে, সেই ব্যক্তি পরিণত বয়সে পৌঁছনোর ২ বছর পূর্ণ হওয়ার আগে।
আরও জানতে দেখুন- Prohibition of Child Marriage Act, 2006
সর্বশেষ সংশোধন করা : 7/5/2020