শিশু সম্পর্কিত বিভিন্ন আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধিতেও শিশুদের বিরুদ্ধে অপরাধের একটি তালিকা রয়েছে। দণ্ডবিধির ৮২ ও ৮৩ নং ধারা অনুসারে ৭ বছরের কমবয়সি কোনও শিশু যদি অপরাধ করে, তবে সে অপরাধ করেছে বলে ধরা হবে না। যদি কোনও শিশুর বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে হয় এবং সে যদি তার কাজের ফলাফল সম্পর্কে অপরিণতমনস্ক হয়, তবে তাকেও অপরাধী বলে ধরা হবে না।
৩১৫ ও ৩১৬ নং ধারায় ভ্রূণ হত্যা ও শিশু হত্যা সম্পর্কে বলা হয়েছে। যদি কোনও ব্যক্তি এমন উদ্দেশ্য নিয়ে কোনও কাজ করে যাতে কোনও শিশুর জীবিত অবস্থায় জন্মানোয় বাধা দেওয়া হয় বা কেউ যদি এমন কিছু করে যাতে শিশুটির জন্মের পরেই মৃত্যু হয়, তবে তাকে ভ্রূণ হত্যা বা শিশু হত্যা বলা হবে, যদি না সে মায়ের স্বাস্থ্য ও জীবনের স্বার্থে তা করে থাকে। যদি কোনও ব্যক্তি এমন কিছু করে যাতে গর্ভাবস্থায় এক জন শিশুর মৃত্যু হয়, তা হলে তাকে হত্যার অপরাধে অভিযুক্ত করা হবে। ৩০৫ নং ধারা অনুযায়ী, ১৮ বছরের কমবয়সি কোনও ব্যক্তিকে(শিশু) আত্মহত্যায় প্ররোচিত করাটা অপরাধ।
আরও জানতে দেখুন- The India Penal Code and Child related offenses
সূত্র : চাইল্ড লাইন ইন্ডিয়া ওরগ
সর্বশেষ সংশোধন করা : 5/5/2020