ভারতীয় আইন অনুযায়ী দত্তক নেওয়া একটি ব্যক্তিগত ব্যাপার এবং তা বিভিন্ন ধর্মের ব্যক্তিগত আইন দ্বারা পরিচালিত হয়। ভারতের মুসলিম, খ্রিস্টান, পার্সি ও ইহুদিদের ব্যক্তিগত আইনে দত্তকের সুযোগ নেই। তাই তারা কোনও শিশুর অভিভাবকত্ব নেওয়ার ব্যাপারে অভিভাবকত্ব ও নাবালক আইন, ১৮৯০-এর সাহায্য নেয়। এই আইনের যে সব বিষয় ১৮ বছরের কমবয়সিদের সঙ্গে সম্পর্কিত সেগুলির রূপরেখা নিচে বিবৃত হল।
এই আইন হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈনদের ক্ষেত্রে প্রযোজ্য। বৈধ বা অবৈধ যে কোনও শিশুর বাবা-মা যদি হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন হয়, তবে সে এই আইনের আওতায় পড়বে। যদি কোনও ব্যক্তি ধর্মান্তরিত হয়ে এই ধর্মগুলির অন্তর্ভুক্ত হন, তবে তিনিও এই আইনের আওতায় পড়বেন। এই আইন যার ক্ষেত্রে প্রযোজ্য তাকেই হিন্দু বলে ধরা হয়। এই আইন অনুসারে ১৮ বছরের কমবয়সি যে কোনও ব্যক্তি শিশু। এই আইন হিন্দু দত্তক ও অভিভাবকত্ব সংক্রান্ত অন্য যে কোনও আইনকে বাতিল করে।
আরও জানতে দেখুন- Hindu Adoption and Maintenance Act, 1956
সর্বশেষ সংশোধন করা : 6/28/2020