প্রতিটি মনেই আবেগ থাকে । বিভিন্ন মানুষের মনে বিভিন্ন মাত্রায় অনুভূতি থাকে। অনেকগুলি বিষয় আছে যা আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। শিক্ষক ও অভিভাবক, উভয়ই শিশুর মনের অনুভূতিগুলির বিকাশ ঘটান। ভয়, রাগ, ঈর্ষা, ভালোবাসা---মোটামুটি এই ক’টি অনুভূতি শিশুর মনে থাকে। এগুলিই নানা ক্রিয়ার মধ্যে দিয়ে মনের বিকাশ ঘটায়। কিন্তু আরও কিছু জিনিস, যেমন, ক্লান্তি, শারীরিক অবস্থা, বুদ্ধিমত্তা, সামাজিক পরিস্থিতি এবং পারিবারিক সম্পর্ক শিশুর অনুভূতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সর্বশেষ সংশোধন করা : 6/25/2020
এইচআইভি শিশুগুলো এখন বাধা পেরোনোর প্রেরণা।