যদি কোনও ব্যক্তি অন্য কাউকে কিছু বলে গোপন রাখার কথা বলে তবে সেই কথাটি গোপনীয়। কিন্তু এই গোপনীয়তা রক্ষা করতে যদি ব্যক্তিটি অক্ষম হয় তা হলে সেটা অন্যায়।
এক জন ডাক্তারের প্রাথমিক কর্তব্য হল রোগীর গোপনীয়তা রক্ষা করা। যদি ডাক্তার এই গোপনীয়তা রক্ষা করতে অক্ষম হন তা হলে রোগী অনায়াসে ডাক্তারের বিরুদ্ধে কোর্টে যেতে পারেন।
এইচআইভি/এইডস-এ আক্রান্ত ব্যক্তি তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে কোর্টে যেতে ভয় পান, কারণ তাঁরা আশঙ্কা বোধ করেন, তিনি যে এইচআইভি পজিটিভ এটা সবাই জেনে যাবে। তবে এ ক্ষেত্রে এইচআইভি পজিটিভ ব্যক্তি বেনামে তাঁর অধিকারের জন্য মামলা করতে পারেন। এই বিষয়টি রোগীকে যে কোনও রকম সামাজিক অন্যায় ও বিভেদের বিরুদ্ধে সুবিচার চাওয়ার সুযোগ করে দেয়।
সর্বশেষ সংশোধন করা : 7/22/2020