শিশু পাচার নিয়ে যে সব আইনি ব্যবস্থা রয়েছে সেগুলি হল:
ভারতীয় দণ্ডবিধি ১৮৬০---
- • ঠগবাজি, জালিয়াতি, অপহরণ, অন্যায় ভাবে আটক, অপরাধমূলক ভীতি প্রদর্শন, নাবালকদের সংগ্রহ, অসৎ উদ্দেশ্যে নাবালকদের কেনাবেচা প্রভৃতি অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধিতে শাস্তির বিধান রয়েছে।
কিশোর ন্যায়বিচার ( শিশুদের যত্ন ও সুরক্ষা ) আইন ২০০০---
- এই আইন পাচার হওয়া শিশুদের যত্ন, সুরক্ষা ,পুনর্বাসন এবং পুনরায় পরিবারে ফিরে যেতে সাহায্য করে।
শিশু পাচার সম্পর্কিত নির্দিষ্ট কিছু বিষয়ে কয়েকটি বিশেষ ও স্থানীয় আইন ব্যবহার করা যেতে পারে :
- • অন্ধ্রপ্রদেশের দেবদাসী (উৎসর্গ রোধ) আইন, ১৯৮৮, অথবা কর্নাটকের দেবদাসী (উৎসর্গ রোধ) আইন, ১৯৮২।
- • বম্বে ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন, ১৯৫৯
- • বেগার শ্রমব্যবস্থা (বিলোপ) আইন, ১৯৭৬
- • শিশু শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইন, ১৯৮৬
- • বাল্যবিবাহ দমন আইন, ১৯২৯
- • অভিভাবকত্ব আইন, ১৯৯০
- • হিন্দু দত্তক এবং রক্ষণাবেক্ষণ আইন, ১৯৫৬
- • অনৈতিক পাচার (রোধ) আইন, ১৯৫৬
- • তথ্যপ্রযুক্তি আইন, ২০০০
- • বেআইনি মাদক দ্রব্য কেনাবেচা রোধ আইন, ১৯৮৮
- • তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (অত্যাচার রোধ) আইন, ১৯৮৯
- • মানুষের দেহের অংশ অন্য দেহে স্থানান্তরের আইন, ১৯৯৪
সর্বশেষ সংশোধন করা : 6/26/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.