৬ থেকে ১৪ বছর বয়সী সকল শিশুর জন্য রাষ্ট্র বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। এই ব্যবস্থা কী ভাবে করা হবে রাষ্ট্র তা আইনের মাধ্যমে ঠিক করবে।
অনুচ্ছেদ ২৪: কারখানা ইত্যাদিতে শিশুদের নিয়োগ রোধ
১৪ বছরের নীচে কোনও শিশুকে কারখানা, খনি বা কোনও বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না।
অনুচ্ছেদ ৩৯: রাষ্ট্র তার নীতির মাধ্যমে নির্দিষ্ট ভাবে নিশ্চিত করবে
পুরুষ-নারীর স্বাস্থ্য ও শক্তি এবং শিশুদের অপরিণত বয়সের যেন অপব্যবহার করা না হয় এবং দেশের নাগরিকরা যেন আর্থিক কারণে তাঁদের বয়স ও শক্তির পক্ষে অনুপযোগী কোনও কাজে নিযুক্ত হতে বাধ্য না হন।
সর্বশেষ সংশোধন করা : 5/11/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
আপনার রেটিং / মূল্যাঙ্কন
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.