- যে কোনও অবস্থাতেই বড়দের থেকে শিশুরাই সবথেকে বেশি অসুরক্ষিত।
- তাই, শিশুরাই সরকার ও সমাজের কোনও সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার শিকার তারাই বেশি হয়
- আমাদের সমাজের মতো বেশিরভাগ সমাজই মনে করে, শিশুরা তাদের অভিভাবকদের সম্পত্তি অথবা তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পথে অথবা সমাজকে কিছু দেওয়ার মতো অবস্থায় তারা এখনও পৌঁছয়নি।
- মানুষ হিসেবে শিশুদেরও যে একটা মন আছে, তাদেরও কিছু মতামত দেওয়ার আছে, তাদের পছন্দ রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এটা মনেই করা হয় না।
- বড়রা তাদের পথপ্রদর্শক নয়, তাদের জীবনের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ান।
- শিশুদের ভোটাধিকার নেই, কোনও রাজনৈতিক ক্ষমতা নেই, অর্থনৈতিক ক্ষমতাও সীমিত। তাই তাদের কথা শোনাই হয় না।
- শোষণ ও নিগ্রহের ক্ষেত্রে শিশুরাই সব থেকে বেশি অরক্ষিত।
সর্বশেষ সংশোধন করা : 7/1/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.