অন্যের অধিকারে ব্যাঘাত না ঘটালে প্রতিটি শিশুরই তথ্য পাওয়া ও তা ভাগ করে নেওয়ার অধিকার এবং এক সঙ্গে মেলামেশা ও কোনও সংগঠনে যোগ দেওয়ার অধিকার আছে।
যা ভাবছে তা বলার অধিকার প্রতিটি শিশুর আছে এবং যে কোনও ধরনের তথ্য খোঁজা বা পাওয়ার অধিকার তার আছে, যতক্ষণ তা আইনের পরিধির মধ্যে রয়েছে।
প্রত্যেক শিশুর গোপনীয়তার অধিকার আছে। তার জীবন, পরিবার বা বাড়ির ওপর আঘাত এলে আইনের উচিত তাকে রক্ষা করা।
গণমাধ্যম থেকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার অধিকার রয়েছে প্রতিটি শিশুর। তারা বুঝতে পারে এমন তথ্য টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রের দেওয়া উচিত এবং তাদের ক্ষতি হতে পারে এমন কিছু সরবরাহ করা উচিত নয়।
সর্বশেষ সংশোধন করা : 6/25/2020