শিশুদের যাতে যথাযথ দেখভাল হয় এবং বাবা-মা বা যে কোনও কারও হিংসা, নিগ্রহ বা অবহেলা থেকে তাদের রক্ষা করা হয় তা সরকারকে সুনিশ্চিত করতে হবে।
বিপজ্জনক কাজ বা স্বাস্থ্যের হানি বা শিক্ষার ক্ষতি হতে পারে এমন কোনও কাজ থেকে শিশুকে রক্ষা করার দায় সরকারের।
শিশুর বিকাশে ক্ষতি হতে পারে এমন কোনও কাজ থেকে তাকে রক্ষা করতে হবে।
শিশুরা যাতে অপহৃত না হয় বা বিক্রি হয়ে না যায় তা সরকারকে দেখতে হবে।
অবৈধ ভাবে দেশের বাইরে পাচার হওয়া থেকে শিশুকে রক্ষা করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
শিশুকে যৌন নিগ্রহ থেকে রক্ষা করা সরকারের কর্তব্য।
কোনও শিশুকে কোনও অপরাধের জন্য আটক করা হলে তার ওপর অত্যাচার করা যায় না, তার প্রতি নিষ্ঠুর ব্যবহার করা যায় না বা তাকে শাস্তি দেওয়া যায় না। শেষ পর্যন্ত কোনও উপায় না থাকলে তাকে গ্রেফতার করা যায়, তবেও তা যথা সম্ভব অল্প সময়ের জন্য। এবং ওইটুকু সময়তেও সে তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
কোনও শিশু আইন ভাঙার দায়ে অভিযুক্ত হলে সে আইনি সাহায্য এবং তার বয়স ও পরিস্থিতি অনুযায়ী ন্যায্য বিচার পাওয়ার অধিকারী।
সর্বশেষ সংশোধন করা : 7/10/2020
শিশুরও স্বাধীনতা আছে। আছে নিজের ভাব প্রকাশের অধিকা...