গ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে আইসিটি ব্যবহারের উপযুক্ত পরিবেশ তৈরি করা। এ রকম পরিবেশের জন্য জরুরি বিষয় হল বিপুল সংখ্যায় উপকরণ পাওয়া, ইন্টারনেট সংযোগ এবং আইসিটি সাক্ষরতায় উৎসাহদান।
উচ্চমানের পাঠ্যবস্তু বা শিক্ষাবস্তু পাওয়া যাচ্ছে কি না, তা বেসরকারি ক্ষেত্র এবং এসআইইটি সমূহ দ্বারা অনলাইনে এবং উপযুক্ত উপকরণের সাহায্যে নিশ্চিত করা। শেখা ও শেখানোর ক্ষেত্রে আইসিটি ব্যবহার করে বর্তমান পাঠক্রম এবং শিক্ষণ পদ্ধতিকে আরও সমৃদ্ধ করা।
এই ডিজিটাল জগতে উচ্চশিক্ষা অর্জন ও ভালো চাকরি পাওয়ার জন্য পড়ুয়াদের দক্ষ করে তোলা।
বিশেষ প্রয়োজনসম্পন্ন শিশুদের জন্য আইসিটি প্রয়োগের মাধ্যমে কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করা।
নিজে নিজে শেখার মাধ্যমে সমালোচনামূলক চিন্তাধারা ও ব্যাখ্যা করার দক্ষতা বাড়ানো। তাতে শ্রেণিকক্ষের পরিবেশ শিক্ষককেন্দ্রিক থেকে বদলে ছাত্রকেন্দ্রিক হবে।
দৃশ্য-শ্রবণ মাধ্যম এবং স্যাটেলাইট ভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে দূরশিক্ষায় আইসিটি উপকরণের ব্যবহার বাড়ানো।