২ (ট) ধারায় শুধুমাত্র শিশুর বাবা-মার সংজ্ঞা দেওয়া হয়েছে এবং ১০ নং ধারায় শিশুর পড়াশোনা নিশ্চিত করার ক্ষেত্রে বাবা-মায়ের দায়িত্বের কথা বলা হয়েছে। যদিও ৮ নং ধারা অনুযায়ী (ব্যাখ্যা ১), ‘বাধ্যবাধকতা’ রাষ্ট্রের, বাবা-মায়ের নয়। তাই কোনও শিশুর, শিক্ষার অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব ‘যথাযথ সরকারের’, বাবা-মায়ের নয়।
যেখানেই ‘নির্দেশিত’ শব্দটি ব্যবহার হবে, সেখানেই বোঝাবে ‘যথাযথ সরকার’ প্রাসঙ্গিক বিধি তৈরি করবে।
২ (ঢ) ধারায় ৪টি ধরন সংজ্ঞায়িত করা হয়েছে -- (১) সরকার বা স্থানীয় প্রশাসনের আর্থিক সাহায্যপ্রাপ্ত এবং পরিচালিত। (২) বেসরকারি কিন্তু সরকার বা স্থানীয় প্রশাসনের আর্থিক সাহায্যপ্রাপ্ত। (৩) বিশেষ শ্রেণির অধীনে সংজ্ঞায়িত স্কুল – যেমন, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল, সেন্ট্রাল টিবেটান স্কুল অ্যাসোসিয়েশনের অধীন স্কুলগুলি এবং একই ধরনের অন্যান্য স্কুল। (৪) বেসরকারি স্কুল যারা সরকার বা স্থানীয় প্রশাসন থেকে কোনও সাহায্য নেয় না।
সর্বশেষ সংশোধন করা : 6/30/2020
এই বিষয়টি বরপেটা জেলার স্কুল সম্পর্কে তথ্য সরবরাহ...
এই বিষয়টি বাক্সা জেলার স্কুল সম্পর্কিত তথ্য সরবরা...
এই বিষয়টি রি-ভয় জেলার স্কুল/কলেজ সম্পর্কে তথ্য প...
এই বিষয়টি দারাং জেলার স্কুলগুলি সম্পর্কিত তথ্য সর...