১. ২০১০ সালের ২৩ আগস্টের এনসিটিই বিজ্ঞপ্তিতে যে শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার কথা বলা আছে, সেগুলি থাকতে হবে।
২. যারা ২০১০ সালের ২৩ আগস্টের এনসিটিই বিজ্ঞপ্তিতে কোনও শিক্ষক শিক্ষণ পাঠক্রমে(এনসিটিই বা আরসিআই অনুমোদিত) প্রশিক্ষণ নিচ্ছেন।
৩. আরটিই আইনের ২৩ নম্বর ধারার ২ নং উপধারায় যে সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দিষ্ট করে দেওয়া আছে, সেই সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে টেট-এ বসার ক্ষেত্রে কিছু ছাড় পাওয়া যাবে। ওই উপধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে ছাড়গুলি নির্দিষ্ট করে দেওয়া আছে।
সর্বশেষ সংশোধন করা : 7/11/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
আপনার রেটিং / মূল্যাঙ্কন
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.