ভারত বলছে আগে উন্নত দেশগুলি নিঃসরণের মাত্রা কমাক। আর উন্নত বিশ্ব বলছে, ভারতে মাথাপিছু নিঃসরণ কম হলেও নিঃসরণ বৃদ্ধির হার অনেক বেশি। তাই ভারতকেই এগিয়ে আসতে হবে।
কয়লার দহন থেকে পরিবেশের ক্ষতি হয় বেশি, তেমনই এই কয়লার তাপমূল্যও বেশ কম।
কয়লা হোক বা জীবভর জাত জ্বালানি, শক্তির এই চিরাচরিত উৎসগুলির ব্যবহার থেকে ভারতকে সরে আসতে হবে।
আজ হোক বা কাল, কয়লা এক দিন ফুরোবেই। সুতরাং বিকল্প জ্বালানির কথা কিন্তু ভাবতেই হবে।
মোট বিদ্যুতের চাহিদার গরিষ্ঠাংশ যেমন মেটে তাপবিদ্যুৎ থেকে, তেমনই তাপবিদ্যুৎ উৎপাদন হয় মূলত কয়লা থেকে।