কয়লার বিকল্প ভারতকে ভাবতে হবে আরও একটি কারণে। ভারতে কয়লার গুণগত মান বেশ খারাপ, কারণ আমাদের কয়লায় ময়লা বেশি। ময়লা মানে ছাইয়ের ভাগ বেশি, সাধারণ ভাবে ৩০-৫০ শতাংশ পর্যন্ত বেশি। এর ফলে এক দিকে যেমন এই কয়লার দহন থেকে পরিবেশের ক্ষতি হয় বেশি, তেমনই এই কয়লার তাপমূল্যও বেশ কম। এর ফলে এই কয়লা ভালো করে ব্যবহারযোগ্য করে তুলতে তাকে আগে ধুতে হয়। এতে খরচ যায় বেড়ে। খরচ বেড়ে যায় আরও একটা কারণে। আন্তর্জাতিক মানের কয়লা থেকে তাপ পেতে যে পরিমাণ কয়লা লাগে, সমপরিমাণ তাপ পেতে ভারতীয় কয়লা লাগে পরিমাণে বেশি। আবার শুধু যে, কয়লার গুণগত মান খারাপ তা-ই নয়, আমাদের ব্যবহৃত প্রযুক্তির মানও বেশ খারাপ। প্রযুক্তির মান খারাপ হওয়ার কারণেও সমপরিমাণ তাপ পেতে উন্নত প্রযুক্তির তুলনায় কয়লা ব্যবহার করতে হয় বেশি। ফলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। খরচ বাড়ে। পরিবেশগত দূষণও হয় বেশি।
এমনিতেই কয়লার চাহিদার তুলনায় আমাদের কয়লার জোগান কম। তার উপর কয়লার এবং কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত প্রযুক্তির গুণগত মান খারাপ হওয়ায় বাড়ছে আমদানির উপর নির্ভরশীলতা। এই নির্ভরতা আগামী দিনে বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। আন্তজার্তিক অর্থনীতি, রাজনীতি বা আন্তজার্তিক সম্পর্কের বহুবিধ ক্ষেত্রে দু’টি দেশের মধ্যে নানারকম টানাপোড়েন চলতেই থাকে। খাদ্য বা তেলের মতো অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে অন্যের মুখাপেক্ষী হয়ে পড়লে দর কষাকষির ক্ষমতাটাই কমে যায়। এই অবস্থায় আমদানি-নির্ভরতা কমানোই প্রধান উপায়। কয়লার গুণগত মান বাড়ানোর যখন কোনও উপায় নেই তখন উন্নততর প্রযুক্তির আমদানি করা ছাড়া উপায় নেই। কিন্তু এই জায়গাটিতেই বাদ সাধছে উন্নত বিশ্ব। তারা কিছুতেই তাদের আধুনিকতম প্রযুক্তি বিক্রি করবে না। যদি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখি তা হলে এমন আচরণের একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায়। তারা নিজেদের নিশ্চিত খরিদ্দারটিকে হাতছাড়া করতে চায় না। কিন্তু পরিবেশের দৃষ্টিকোণ থেকে এই আচরণকে সমর্থন করা মুশকিল।
সূত্র : যোজনা, মে ২০১৪
সর্বশেষ সংশোধন করা : 1/28/2020