ধনী পরিবারগুলির ১০ শতাংশ দরিদ্র মানুষের ১০ শতাংশের তুলনায় সাত গুণ বেশি ভর্তুকি পেয়ে থাকে।
জ্বালানির সুদক্ষ ব্যবহার ও সংরক্ষণের জন্য এই সংক্রান্ত জাতীয় মিশনের আওতায় রচিত হয়েছে বেশ কয়েকটি কর্মসূচিও।
বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাতে যে উন্নয়ন বা বিকাশের ধারা অব্যাহত থাকে, তাই হল নিরন্তর বিকাশ।
আমাদের দেশে বিদ্যুৎ জোগানের ক্ষেত্রে সরবরাহ শৃঙ্খলে রয়েছে বেশ কিছু অদক্ষতার পরিচয়।
দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অনুপাতের ভিত্তিতে স্থির করা হয় শক্তির ঘনত্ব।
দেশের অভ্যন্তরীণ জাতীয় উৎপাদনে শক্তি ক্ষেত্রের অবদান যাতে ৮ শতাংশের মতো হয়, সুলভ মূল্যে দূষণমুক্ত জ্বালানি পৌঁছে দেওয়ার কাজে এবং নিরন্তর উন্নয়নের ধারা বজায় রাখতে কয়েকটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।