নিয়ন্ত্রক সংস্থাগুলির দায়িত্ব হল, সুনির্দিষ্ট সমস্যা বা বিরোধ মেটানোর জন্য আইন (বা ক্ষুদ্রনীতি) রচনা করা।
যথাযথ তত্ত্বাবধান, মূল্যায়ন এবং অভিঘাত নিরূপণের মাধ্যমে বিভিন্ন প্রতিবন্ধকতার বেশির ভাগই দূর করা সম্ভব।
পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদকরা যাতে লগ্নি করার মতো পুঁজি লাভ করতে পারে তার জন্য এখনও পর্যন্ত সরকারের কোনও সর্বাত্মক কৌশল প্রণীত হয়নি।
বিশ্বব্যপী জীবাশ্ম জ্বালানি সঞ্জাত শক্তি উৎপাদনের তুলনায় পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন প্রসারে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
ভারতে বর্তমান পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রয়োগ কৌশলে বায়ু ও সৌরশক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
প্রতিটি প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন খরচের হিসেব অনুযায়ী উৎপাদককে সহায়ক মূল্য প্রদান করার ব্যবস্থা হয়েছে।
লগ্নি এবং রূপায়ণ সমস্যা মিটে গেলেও স্বচ্ছতার অভাবই পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে এক বড় বাধা হয়ে দেখা দেবে।