বায়ু-বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বায়ু-বিদ্যুতের সঙ্গে সৌর/জৈবশক্তি হাইব্রিড সিস্টেমকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি।
বাক্স টাইপের সৌর কুকার রান্না করার একটি সরল যন্ত্র।
শক্তির ধারাবাহিক পরিকল্পিত ও ব্যাপক ব্যবহারের মাধ্যমে মানব সভ্যতা আজকের জায়গায় পৌঁছেছে।
গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে কৃষি, মাছ চাষ, পশুপালন, বনজ সম্পদের বিকাশ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ ছাড়াও আরও অন্যান্য উৎস হল জোয়ারভাটা থেকে প্রাপ্ত শক্তি, শহরের বিভিন্ন আবর্জনা থেকে প্রাপ্ত শক্তি, বায়োডিজেল থেকে প্রাপ্ত শক্তি ইত্যাদি।
সোলার পিভি পাওয়ার প্লান্ট যদি কেউ ব্যবহার করতে চান, তাঁর/তাঁদের উচিত হবে, যদি প্রচলিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নির্ভরযোগ্য (লোডশডিং বা লো ভোল্টেজ সমস্যা কম) হয়, সে ক্ষেত্রে গ্রিড সংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা, সেই সঙ্গে জরুরি বিদ্যুৎ সরঞ্জাম চালানোর জন্য মিনিমাম ব্যাটারি ব্যাক আপ রাখা।
বাড়ির ছাদে সোলার পাওয়ার প্লান্ট বসিয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান।
বিদ্যুৎবিহীন এলাকায়, জেটিঘাট, বাজার, রাস্তার মোড়, জল সংগ্রহের জায়গা, নিরাপত্তা চৌকি প্রভৃতি নানা জায়গায় পথ আলোকব্যবস্থায় সৌরশক্তি ব্যবহৃত হয়।
সাধারণ ভাবে মানুষের মনে ধারণা রয়েছে যে সোলার সিস্টেম মানেই ভীষণ দামি, অনেক খরচের ব্যাপার। দ্বিতীয় ধারণা হল, সিস্টেমগুলি দ্রুত খারাপ হয়ে যায়।