শক্তির অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য উৎসগুলি হল ---
এ ছাড়াও আরও অন্যান্য উৎস হল জোয়ারভাটা থেকে প্রাপ্ত শক্তি, শহরের বিভিন্ন আবর্জনা থেকে প্রাপ্ত শক্তি, বায়োডিজেল থেকে প্রাপ্ত শক্তি ইত্যাদি।
সৌরশক্তিকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করার জন্য প্রয়োজন সৌরকোষ বা সোলার ফোটোভোলটাইক সেল। বর্তমানে পৃথিবীতে আলো জ্বালানো, তেল উত্তোলন থেকে শুরু করে বিমান চালানো পর্যন্ত বহু রকমের কাজে সোলার পিভির ব্যবহার রয়েছে। আলো জ্বালানোর কাজে পিভি টেকনোলজির ব্যবহার সর্বাধিক জনপ্রিয়। সোলার টর্চ, সোলার লন্ঠন, সোলার হোম লাইটিং সিস্টেম প্রভৃতি বহু কাজে ব্যবহৃত হয়। সোলার পিভি লাইটিং সিস্টেমকে ইনডোর (লন্ঠন, হোম লাইট) ও আউটডোর (স্ট্রিট লাইট, গার্ডেন লাইট) দু’ ভাগে ভাগ করা যায়।
এই ব্যবস্থায় সোলার মডিউলের সাহায্যে টর্চের ব্যাটারিকে চার্জ করা হয়। দিনের বেলা যেখানে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায় সেই জায়গায় মডিউল এবং তার সঙ্গে সংযুক্ত টর্চটিকে রেখে দিলে ব্যাটারি চার্জ হয় এবং পরবর্তীতে ওই টর্চ জ্বালিয়ে প্রয়োজনীয় কাজকর্ম সারা যায়।
এই ব্যবস্থাটিতে টর্চের মতোই দিনের বেলায় সোলার মডিউলের সাহায্যে লন্ঠন চার্জ করা হয়। রাতের বেলায় যে কোনও রকমের আলো দেওয়ার কাজে এই লন্ঠন ব্যবহার করা যায়। এই লন্ঠনের আলো চতুর্দিকে ছড়ায়। সাম্প্রতিক কালে এলইডি লন্ঠনের ব্যবহার অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এই লন্ঠনে ব্যবহৃত এলইডি ল্যাম্পের ক্রিস্টাল ক্লিয়ার আলো লন্ঠনকে আরও আকর্ষণীয় করেছে। লন্ঠনগুলিতে মোবাইল চার্জ করার ব্যবস্থাও থাকে।
প্রাথমিক ভাবে ঘরের মধ্যে আলো, পাখা, টিভি, কম্পিউটার ইত্যাদি চালানোর জন্য প্রয়োজনীয় সিস্টেম হোম লাইটিং সিস্টেম হিসাবে পরিচিত। এই সিস্টেমে সংযুক্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলি চালানোর জন্য উপযুক্ত ক্ষমতার সোলার মডিউল, ব্যাটারি, কেবল সুইচ ইত্যাদি থাকে।
এলইডি ল্যাম্প যে হেতু সিএফএল ল্যাম্পের চেয়ে বেশি সময় ধরে চলে এবং এর বিদ্যুৎ খরচের পরিমাণও কম, সেই কারণে সৌরশক্তি চালিত এলইডি হোম লাইটিং সিস্টেমের ব্যবহার বৃদ্ধি পেয়েছ।
সূত্র : পঞ্চায়েতি রাজ, জানুয়ারি ২০১৫
সর্বশেষ সংশোধন করা : 7/22/2020