২০০৯ সালে আসানসোলের জামুরিয়ায় প্রথম সৌরশক্তির মেগাওয়াট প্লান্ট তৈরি হয়। দেশের মধ্যে এ ধরনের কাজ প্রথম। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে সাহায্য করেছিল। মনে রাখবেন, গোটা দেশের মধ্যে বিকল্প শক্তি ব্যবহার কিন্তু এই রাজ্যেই প্রথম হয়। ১৮৯৭ সালে দার্জিলিঙের সিদরাপমে প্রথম ছোট জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়। দেশের মধ্যে সেটাই প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র।
আমরা ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট চালু করছি। জমির সমস্যার জন্য পাওয়ার প্লান্ট বসাতে অনেক সময় অসুবিধা হয়। সেই কারণে সোলার প্যানেলগুলিকে আমরা যদি জলে ভাসিয়ে রাখতে পারি তা হলে নির্বিঘ্নে কাজ হতে পারে। আমাদের রাজ্যে জলার তো কোনও অভাব নেই। নভেম্বরে রাজারহাটের ইকো পার্কে এ ধরনের প্রয়াস শুরু হবে। ওই বিদ্যুৎ আমরা গ্রিডে পাঠিয়ে দেব। তা ছাড়া কলকাতা শহরের বাড়ির ছাদেও সোলার প্যানেল লাগানোর কথা ভাবছি। এই প্যানেলগুলি থেকে পাওয়া বিদ্যুৎ গ্রিডে মিলিয়ে দিতে পারলে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ ব্যাপারে ব্রিটিশ সরকার সাহায্য করার কথা দিয়েছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যখন কলকাতায় এসেছিলেন তখন এ নিয়ে কথা হয়েছে। তখনই এই প্রোগ্রাম চালু করা হয়।
সর্বশেষ সংশোধন করা : 11/14/2019