আগেই বলেছি এ রাজ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল কল্যাণীতে। পরে ১৯৮৮ সালে মেদিনীপুরের কুলাপাড়ায় প্রথম সোলার ল্যানটার্ন চার্জিং স্টেশন করা হয়। সেই সময় রাজ্য সরকারের বিঞ্জান ও কারিগরি দফতর থেকে আমাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন এ রাজ্যে বিকল্প শক্তি নিয়ে গবেষণার পরিবেশ তৈরি হয়েছিল। সেই সময় বায়োগ্যাস প্লান্টই কিন্তু বেশি জনপ্রিয় ছিল। বায়োগ্যাস দিয়ে যে ধরনের আলো জ্বালানো হত তাকে বলা হয় মেন্থল ল্যাম্প। হ্যাজাকের মতো আলো হত। আটের দশকের মাঝমাঝি কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ জল গরম করার যন্ত্র জনপ্রিয় করার চেষ্টা করে। ১৯৮৯ সালে আমার উদ্যোগে প্রথম সৌরশক্তি চালিত আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়—এখন যা ‘বিলিয়ন ল্যানটার্ন প্রোগ্রাম’ নামে দেশে বিদেশে পরিচিত।
সর্বশেষ সংশোধন করা : 3/18/2020
স্বাস্থ্য পরিষেবায় জনগণের নানা চাহিদা মেটাতে পশ্চি...
এই বিষয়টিতে মুর্শিদাবাদ জেলাতে দেখার স্থানগুলি সম...
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সস্তায় ওষুধ সরবরাহের...
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজতে ২০১২ ...