গোটা বিশ্বে বিকল্প শক্তির উৎস থেকে ৪.৫ লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তার মধ্যে আমাদের দেশের অবদান তিরিশ হাজার মেগাওয়াট। অর্থাৎ সাত শতাংশের মতো। বিকল্প শক্তির মধ্যে গোটা পৃথিবীতেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বায়ুশক্তিকে। আমাদের দেশেও বায়ুশক্তি ভালই এগিয়েছে। বিশেষ করে রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু ও কর্ণাটকে। তিরিশ হাজার মেগাওয়াট বিকল্প বিদ্যুতের মধ্যে চব্বিশ হাজার মেগাওয়াটই হল বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ। এ রাজ্যে সে ভাবে নিরবচ্ছিন্ন বায়ুপ্রবাহ পাওয়া যায় না। তবে আমরাও ২০০২ সালে ফ্রেজারগঞ্জে আটটি উইন্ড পাওয়ার প্যানেল বসিয়েছি।
সর্বশেষ সংশোধন করা : 4/30/2020