সুন্দরবনের দুর্গাদুয়ানি, গোসাবায় চার বছর ধরে এ ব্যাপারে বহু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সরকার পঞ্চাশ কোটি টাকা বরাদ্দও করেছিল। তার পর ২০১০-১১ সালে আমি চাকরি ছেড়ে দিই। তখন আমি গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর। এর পর প্রকল্পের কাজও আর এগোয়নি বলে শুনেছি। এখন আবার সরকার আমার সঙ্গে যোগাযোগ করেছে। কোনও কারিগরি ত্রুটি ছিল না। আমরা ওখানে পাওয়ার প্লান্ট বসিয়ে চার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারতাম। এতে ছোট মোল্লাখালি, গোসাবা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা যেত।
সর্বশেষ সংশোধন করা : 11/14/2019