১৯৪৭ সালে স্বাধীনতার সময় দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ১৩৩০ মেগাওয়াট।
দেশের জলসম্পদ উন্নয়ন ও জলসম্পদের ব্যবহারের ক্ষেত্রে এই বাঁধগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
বিদ্যুৎ সমস্যার সমাধানে জলবিদ্যুৎ প্রকল্পের সুপ্ত সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হবে।
তাপবিদ্যুৎ প্রকল্পের একাধিক অসুবিধাজনক দিকও রয়েছে এবং এগুলির মধ্যে অন্যতম পরিবেশ দূষণ।
ভারতে জলবিদ্যুৎ প্রকল্পও প্রথম গড়ে ওঠে পশ্চিমবঙ্গে। ১৮৯৮ সালে দার্জিলিং-এ।
২০১৩ সালে ডিসেম্বরে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ২৩৩৯২৯ মেগাওয়াট। যা সমগ্র পৃথিবীর উৎপাদনের নিরিখে চতুর্থ।
বিকল্প শক্তি উৎস হিসাবে পরমাণু বিদ্যুৎ বিশেষ সহায়ক হতে পারে। দেশে বিদ্যুতের আর এক অন্যতম উৎস হল জলবিদ্যুৎ।
বিদ্যুৎ উৎপাদন বাড়লেও দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষের কাছে এখনও বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।
পৃথিবীর অনেক দেশই তাদের মোট বিদ্যুৎ-চাহিদার ৮৫ শতাংশর বেশি জলবিদ্যুৎ থেকে মেটাতে সক্ষম হয়েছে।