ভারতের জনসংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে ২০১১ সালে ১২১ কোটিতে পৌঁছেছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৫ শতাংশ। এই প্রবণতা অব্যাহত থাকলে ভারত অচিরেই বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশে পরিণত হবে (১৬০ কোটি অর্থাৎ প্রতি বর্গকিলোমিটারে ৫০০ জন)। অন্য দিকে চিনের জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গকিলোমিটারে ৫০। ভারতের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২৩.৩৪৪ গিগাওয়াট। চিনের উৎপাদন ক্ষমতা ১০০০ গিগাওয়াট। মূলত বায়ু ও সৌরশক্তিকে কাজে লাগিয়ে ২০২০ সালের মধ্যে আরও ৬০০ মোগাওয়াট দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যও চিন হাতে নিয়েছে। ভারতের বহু তাপবিদ্যুৎ কেন্দ্রেই কয়লার চূড়ান্ত অভাব। কয়লার ভবিষ্যৎ জোগানও সেখানে সুনিশ্চিত নয়। ভারতে কয়লার বার্ষিক উৎপাদন ৫৫ কোটি টন, চিনে ৪০০ কোটি টনের কাছাকাছি। ভারতকে অশোধিত তেলের ৮০ শতাংশই আমদানি করতে হয়, যা চাপে ফেলে তার বিদেশি মুদ্রার সঞ্চয়ের উপর। ভারতে শক্তির প্রধান উৎস হল কয়লা ও থোরিয়াম। এর মধ্যে দেশের জ্বালানি সরবরাহ শৃঙ্খলের প্রধান উৎস হিসেবে কয়লা বিশেষ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এর গুরুত্ব অক্ষুণ্ণ থাকবে। কারণ থোরিয়াম ব্যবহারের জন্য যে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োজন, আগামী তিরিশ বছরে ভারতের নাগালে তা আসার সম্ভাবনা কম। জল বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা থাকলেও আমাদের চাহিদা ও জ্বালানির মোট জোগানের নিরিখে তার পরিমাণ নিতান্তই সামান্য। এ ছাড়া পরিবেশগত ও সামাজিক ছাড়পত্র পেতে এই ধরনের প্রকল্পে প্রায়শই অনেক বিলম্ব হয় (সংযুক্ত জ্বালানি নীতি ২০০৬)।
ভারতে কয়লার সঞ্চিত ভাণ্ডার ২৮৬০০ কোটি টন। লিগনাইট ৪১০০ কোটি টন। মূলত দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এই খনিজ সম্পদ রয়েছে। দেশে অশোধিত তেলের সঞ্চিত ভাণ্ডার ৭৫ কোটি ৭০ লক্ষ টন। প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় ১,২৪,১০০ কোটি ঘনমিটার (সূত্র : পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক, ভারত সরকার ২০১২)। পরমাণু বিদ্যুতের ক্ষেত্রে ভারতে সঞ্চিত ইউরেনিয়াম কেবলমাত্র ১০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর-এর (পি এইচ ডব্লিউআর) জ্বালানি জোগাতে পারে। সে জন্যই পরমাণ চুল্লির জ্বালানির ক্ষেত্রে ভারত ইউরেনিয়ামের আমদানির উপর নির্ভরশীল।
ভারতে সঞ্চিত কয়লার পরিমাণ প্রচুর হলেও বার্ষিক উৎপাদন ক্ষমতা মাত্র ৫৫ কোটি ৩০ লক্ষ টন। দেশে লিগনাইটের উৎপাদন ৩ কোটি ৭৭ লক্ষ ৩০ হাজার টন। তেলের উৎপাদন ৩ কোটি ৭৭ লক্ষ টন। ভারতে সব পেট্রোলিয়াম সামগ্রীর বার্ষিক উৎপাদন ১৯ কোটি ৩ লক্ষ টন। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ৫১২৫ কোটি ঘনমিটার।
সূত্র : যোজনা, মে ২০১৪
সর্বশেষ সংশোধন করা : 11/14/2019