পাঁচটি পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস ব্যবহার করা হয়ে থাকে, সেগুলি হল জৈব, বাতাস, সৌর, জল এবং ভূতাপ।
ভারতের লক্ষ্য সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের সেরা দশ হয়ে ওঠা।
ওবামা বলেন বিভিন্ন শক্তির উৎসকে নিয়ে একটি দীর্ঘমেয়াদি সার্বিক রণকৌশল তৈরি করতে হবে।
এমনকী মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন, এই সমস্যার চটজলদি সমাধানের কোনও বিষয় নেই। এটির জন্য দীর্ঘমেয়াদি লড়াই প্রয়োজন।
অনেক শিল্পোন্নত দেশ বিকল্প হিসাবে তাদের গ্রিডে যুক্ত করেছে উল্লেখযোগ্য সংখ্যক সৌরবিদ্যুৎ ব্যবস্থা।
আন্তজার্তিক শক্তি সংস্থা ২০১১ সালে জানায়, সুলভ, অফুরন্ত এবং স্বচ্ছ সৌরবিদ্যুৎ প্রযুক্তির উন্নয়নের দীর্মেয়াদি উপকারিতা আছে।
সৌরবিদ্যুৎ উৎপাদনে গুজরাত এগিয়ে তবে অন্যরাও উৎসাহ দেখিয়ে এগিয়ে আসছে।