অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

শক্তি নিরাপত্তায় সৌরবিদ্য‌ুৎ প্রযুক্তি

শক্তি নিরাপত্তায় সৌরবিদ্য‌ুৎ প্রযুক্তি

  • পাঁচ পুনর্ব্য‌বহারযোগ্য‌ শক্তি উৎস
  • পাঁচটি পুনর্ব্য‌বহারযোগ্য‌ শক্তির উৎস ব্য‌বহার করা হয়ে থাকে, সেগুলি হল জৈব, বাতাস, সৌর, জল এবং ভূতাপ।

  • ভারতের সৌরবিদ্য‌ুৎ উৎপাদনের লক্ষ্য‌
  • ভারতের লক্ষ্য‌ সৌরবিদ্য‌ুৎ উৎপাদনে বিশ্বের সেরা দশ হয়ে ওঠা।

  • রণকৌশল গড়ার ডাক ওবামার
  • ওবামা বলেন বিভিন্ন শক্তির উৎসকে নিয়ে একটি দীর্ঘমেয়াদি সার্বিক রণকৌশল তৈরি করতে হবে।

  • শক্তি নিরাপত্তা উদ্বেগের বিষয়
  • এমনকী মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন, এই সমস্য‌ার চটজলদি সমাধানের কোনও বিষয় নেই। এটির জন্য‌ দীর্ঘমেয়াদি লড়াই প্রয়োজন।

  • শিল্পোন্নত দেশে সৌরবিদ্য‌ুৎ
  • অনেক শিল্পোন্নত দেশ বিকল্প হিসাবে তাদের গ্রিডে যুক্ত করেছে উল্লেখযোগ্য‌ সংখ্য‌ক সৌরবিদ্য‌ুৎ ব্য‌বস্থা।

  • সুলভ, অফুরন্ত এবং স্বচ্ছ সৌরবিদ্য‌ুৎ
  • আন্তজার্তিক শক্তি সংস্থা ২০১১ সালে জানায়, সুলভ, অফুরন্ত এবং স্বচ্ছ সৌরবিদ্য‌ুৎ প্রযুক্তির উন্নয়নের দীর্মেয়াদি উপকারিতা আছে।

  • সৌরবিদ্য‌ুৎ উৎপাদনে বিভিন্ন রাজ্য‌
  • সৌরবিদ্য‌ুৎ উৎপাদনে গুজরাত এগিয়ে তবে অন্য‌রাও উৎসাহ দেখিয়ে এগিয়ে আসছে।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate