ভারতে চিরাচরিত শক্তির উৎসসমূহের মধ্যে কয়লা যে সর্বপ্রধান, সে কথা বলার অপেক্ষা রাখে না। ভারতে শক্তি চাহিদার প্রাথমিক পঞ্চাশ শতাংশ মেটানো হয় কয়লা থেকে। বিষয়টি আরও খোলসা করে বোঝার জন্য যদি আমরা বিদ্যুৎ উৎপাদনের কথা বিবেচনা করি তা হলে দেখা যাবে দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ৬৯ শতাংশ কয়লাচালিত তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপন্ন হয়। ভারত সরকারের কয়লা মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী ১৯৭০ সালে কয়লাখনি জাতীয়করণের সময় দেশের বার্ষিক কয়লা উৎপাদনের পরিমাণ ছিল ৭০ মিলিয়ন টন। ২০১২-১৩ আর্থিক বছরে সেই উৎপাদন বেড়ে হয়েছে ৫৫৭.৬৬ মিলিয়ন টন। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ২০১৬-১৭ আর্থিক বছরের মধ্যে কয়লা উৎপাদনের বার্ষিক লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ৭৯৫ মিলিয়ন টন। অথচ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথারিটির হিসাব অনুযায়ী দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তিম বছরে (২০১৬-১৭) শুধুমাত্রা তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার চাহিদা দাঁড়াবে ৯১৩.২২ মেট্রিক টন। অর্থাৎ অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষমতার নিরিখে ঘাটতির হার দাঁড়াবে প্রায় ২০ শতাংশ।
দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শুধুমাত্র তাপবিদ্যুৎ উৎপাদনের পাঁচ বছরে কয়লার আনুমানিক চাহিদা সারণি -৩- এ দেওয়া হল।
আর্থিক বছর |
কয়লার চাহিদা মেট্রিক টনে |
২০১২-১৩ |
৬৩৭.২১ |
২০১৩-১৪ |
৭২৯.৩৮ |
২০১৪-১৫ |
৮২৯.৭৩ |
২০১৫-১৬ |
৮৭৭.৪৪ |
২০১৬-১৭ |
৯১৩.২২ |
সূত্র : কোল কন্ট্রোলারস অর্গানাইজেশন
সূত্র : যোজনা, মে ২০১৪
সর্বশেষ সংশোধন করা : 1/28/2020