তেল আর কত দিন থাকবে তা নিয়ে মতবিরোধ আছে। বৈজ্ঞানিকদের হিসাবমতো ২০৭০ থেকে ২০৭৫ সালের মধ্যে পৃথিবীতে আর প্রাকৃতিক তেল থাকবে না। কিন্তু তেলের ব্যবহার বৃদ্ধি পেলে এই হিসাবটাও ঠিক থাকবে না।
তেলের ব্যবহার কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে উন্নয়নশীল দেশগুলিতে, যার মধ্যে ভারত এবং চিনের নাম সবচেয়ে আগে। সারা বিশ্বে বিদ্যুৎ ব্যবহারের চাহিদা ২০২০ সালের মধ্যে বেড়ে দাঁড়াবে প্রায় ৭০ শতাংশ। পৃথিবীর বহু দেশ এখনও তেল থেকে বিদ্যুৎ তৈরি করে। তেলের ব্যবহারের ফলে পরিবেশ দূষণের হারও বেড়ে গিয়েছে মারাত্মক ভাবে। এই সঙ্কট থেকে মুক্তি পাওয়ার জন্য পৃথিবীতে চেষ্টা চলছে দু’রকম ভাবে। প্রথমত আরও বেশি তেলের খনি আবিষ্কার করা। দ্বিতীয়ত, তেলের বিকল্প কিছু আবিষ্কার করা।
দেখা যাচ্ছে স্থায়ী শক্তির উৎস হিসাবে কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস কখনওই আমাদের শক্তি চাহিদা মেটাতে পারে না বা শক্তি সুরক্ষাকে নিশ্চিত করতে পারে না। এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, কিন্তু উন্নত মানের প্রযুক্তির সাহায্যে।
সর্বশেষ সংশোধন করা : 7/1/2020