দেশের নাম |
মাথা পিছু প্রতি বছর |
মার্কিন যুক্তরাষ্ট্র |
২৫ ব্যারেল |
অস্ট্রেলিয়া |
১৭ ব্যারেল |
ব্রিটেন |
১১ ব্যারেল |
চিন |
২ ব্যারেল |
ভারত |
১ ব্যারেল |
বাংলাদেশ ১ ব্যারেল প্রতি পাঁচ জন প্রতি বছর।
মধ্য আফ্রিকা ১ ব্যারেল প্রতি ২০ জন প্রতি বছর।
দেখা যাচ্ছে উন্নত দেশগুলিই তেল বেশি ব্যবহার করে। অর্থাৎ পৃথিবীর দূষণের জন্য তারাই বেশি মাত্রায় দায়ী। মনে রাখা দরকার, পৃথিবীর ৭০০ কোটি লোক প্রতি বছর ৩০০০ কোটি ব্যারেল তেল ব্যবহার করে। তেলের ভাণ্ডার কিন্তু সীমিত।
যদিও পৃথিবীর বহু জায়গায় তেল ভাণ্ডার থাকার সম্ভাবনা রয়ে গিয়েছে, কিন্তু সব রকম হিসাব করেও দেখা যায় তেল ভাণ্ডার অচিরেই শেষ হতে চলেছে। ফলে সারা বিশ্বে তেলের দামের কোনও স্থিরতা থাকছে না। আমার মনে আছে সাতের দশকে আমি ১ লিটার পেট্রল কিনতাম তিন টাকায় আর আজকের দিনে ১ লিটার পেট্রল কিনি ৮০ টাকায়।
সর্বশেষ সংশোধন করা : 7/22/2020