এক বার তেল তৈরি হয়ে গেলে সেই তেল মাটি বা পাথর ফুঁড়ে উপরে উঠে আসার চেষ্টা করে। কতগুলি পাথর হয় ‘পারমিয়েবল’, যা ভেদ করা যায়। সেই সব পাথরের মধ্যে দিয়ে তেল বা অন্য তরল পদার্থ চলাচল করতে পারে। আরেক ধরনের পাথর হল ‘ইমপারমিয়েবল’ অর্থাৎ ভেদ করা যায় না। এর ভিতর দিয়ে তেল বা অন্যান্য তরল পদার্থ চলাচল করতে পারে না। এই সব ‘ইমপারমিয়েবল’ পাথরের খাঁচায় তেল আটকে যায় আর আটকানোর পর এই তেলকে আমরা বলি ‘অয়েল ট্র্যাপস’ বা খাঁচাবন্দি তেল। এই খাঁচাবন্দি তেলকে আমরা যন্ত্রের সাহায্যে তুলে ব্যবহার করি। এই খাঁচাবন্দি তেল কিন্তু পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। এত বড় পৃথিবীর মাত্র কয়েকটি অঞ্চলেই তেল পাওয়া যায়। আমরা কিন্তু এখনও জানি না পৃথিবীতে বা সমুদ্রের তলায় কত তেল আছে, আমরা শুধু অনুমান করতে পারি।
প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং তেল — সব কিছুই এ ভাবে দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে। যে হেতু এরা জীবজন্তু বা বৃক্ষের অংশবিশেষ থেকে তৈরি হয়েছে তাই এদের জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলা হয়।
সর্বশেষ সংশোধন করা : 7/12/2020