সৌরশক্তির মতো বায়ুশক্তিও স্থানীয় ভাবে লভ্য এবং দেশের শক্তি সুরক্ষায় একটি বড় ভূমিকা নিতে পারে। বর্তমানে আমাদের দেশে প্রায় ২০ হাজার মেগাওয়াট বায়ুশক্তি কেন্দ্র কাজ করে। মূলত এই কেন্দ্রগুলি দক্ষিণ ভারতে অবস্থিত। কারণ সেখানে হাওয়ার গতিবেগ বেশি। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে প্রায় ২ লক্ষ মেগাওয়াট বায়ুশক্তি উৎপাদন করা যেতে পারে। বায়ুশক্তি-নির্ভর বিদ্যুৎ তৈরি করার যন্ত্রগুলি এখন আমাদের দেশেই নির্মাণ করা হচ্ছে।
মনে রাখা দরকার ভারতে ২০৩০ সাল নাগাদ প্রায় ৯ লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। শুধু কয়লা থেকে এই বিদ্যুৎ উৎপাদন করা যাবে না।
শক্তি সুরক্ষার জন্য প্রয়োজন ধীরে ধীরে কয়লা ও তেল নির্ভরতা কমানো ও সহজলব্ধ শক্তির উৎস যেমন, সৌরশক্তি বা বায়ুশক্তির উপর আরও বেশি নির্ভর করা। তা হলেই হয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এক সত্যিকারের উন্নত ভারত গড়ার ভিত উপহার দিতে পারব।
সর্বশেষ সংশোধন করা : 11/14/2019