চিনের মতো ভারতবর্ষেও শক্তির চাহিদা বাড়ছে এবং তা সামাল দেওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
অচিরাচরিত শক্তির দিকে অনেক বেশি নজর দিতে হবে। বাড়াতে হবে শক্তি সঞ্চয়, কমাতে হবে অপব্যবহার। শক্তি খরচের দিকে আমাদের মিতব্যয়ীও হতে হবে।
আগামী ২৫ বছরে পরমাণুশক্তি ভারতের বিদ্যুতের চাহিদা অনেকাংশে মেটাবে।
একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, তা হল ভারতে যেখানে আর্থিক পরিকাঠামোর পরিধি ক্রমেই বাড়ছে, সেখানে শক্তির উত্তরোত্তর চাহিদা বৃদ্ধি সামলানো যাবে তো ?
২০৩৫ সালের আগে পরে ভারতবর্ষ শক্তি খরচের নিরিখে বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠবে।