অচিরাচরিত শক্তি সংক্রান্ত কাজকর্ম ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেই প্রশিক্ষণ ছাড়া নতুন ধরনের অচিরাচরিত শক্তির উৎসকে ব্যবহার করা ও তা সামাজিকভাবে বণ্টন করা সম্ভব নয়। সেই দিকে নজর রেখেই দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে।
সোলার ফোটোভোলটাইক সেলের টেকনিশিয়ান প্রশিক্ষণে যুক্ত সংস্থাটির নাম সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ইমেজিং টেকনোলজি (সিডিট)। কেরল সরকার ১৯৮৮ সালে এই প্রতিষ্ঠানটির স্থাপনা করে। এই প্রতিষ্ঠানটি গড়ার মূল উদ্দেশ্য ছিল ইমেজিং টেকনোলজিতে প্রশিক্ষণের বন্দোবস্ত করা, গবেষণার ব্যবস্থা করা এবং এই প্রযুক্তির উন্নয়ন ঘটানো।
একটা কাঠামোগত যুক্তিনিষ্ঠ দৃষ্টিভঙ্গি নিয়ে কেরল সরকার রাজ্যে নবীকরণ শক্তি উৎসের সদ্ব্যবহার করতে শুরু করেছে। রাজ্যে শক্তির যে সংকট আছে তার মোকাবিলা করতে হলে সৌরশক্তির ব্যবহার বাড়ানো যে বাঞ্ছনীয় তা আজ জলের মতো পরিষ্কার। এই রাজ্যের লক্ষ্য হল সৌরশক্তির উৎপাদন বাড়ানো। ২০১৭ সালের মধ্যে ৫০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যে পৌঁছতে চায় কেরল। এবং ২০৩০ সালের মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ১৫০০ মেগাওয়াট। এর ফলে সৌর ও আনুষঙ্গিক শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ প্রচুর বাড়বে। রাজ্য জুড়ে সোলার পিভি সিস্টেম বসানোর জন্য সোলার পিভি ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত মানবসম্পদের প্রয়োজন পড়বে। সৌর ব্যবস্থা বসানো ও রক্ষণাবেক্ষণের জন্য যে বিপুল দক্ষ ও অর্ধ-দক্ষ মানবসম্পদ লাগবে তা এক মাত্র মিলতে পারে যদি এই ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। বিভিন্ন স্তরে এই প্রশিক্ষণপ্রাপ্ত মানবসম্পদ প্রয়োজন। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ইমেজিং টেকনোলজি-এর কর্মসূচির লক্ষ্য হল, ভবিষ্যতে সোলার পিভি সিস্টেম বসানো বা তা পরিকল্পনা করার জন্য প্রশিক্ষিত কর্মী সরবরাহ করা।
যাঁরা আইটিআই সার্টিফিকেট প্রাপ্ত বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা রয়েছে বা যাঁদের পড়াশোনায় ইলেক্ট্রিক্যাল বা ইলেকট্রনিক্স-এর ব্যাকগ্রাউন্ড আছে তাঁরা সিডিট-এর প্রশিক্ষণ কোর্সে যোগ দিতে পারেন।
সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ইমেজিং টেকনোলজি-এর মূল ক্যাম্পাস
চিত্রাঞ্জলি হিলস, তিরুভল্লম, তিরুঅনন্তপুরম – ৬৯৫০২৭
যোগাযোগ করুন
ই-মেল – greentech.cdit@gmail.com
ফোন – ০৪৭১-২৩৮০৯১০, মোবাইল – ৯৮৯৫৭৮৮২৩৩, ৯৮৯৫৭৮৮২২৬
ওয়েবসাইট – www.greentech.cdit.org
আরও তথ্যের জন্য যোগাযোগ – Centre for Development of Imaging Technology (C-DIT) - Technician Training programme on solar photovoltaic
সর্বশেষ সংশোধন করা : 11/14/2019