আইআরইডিএ এনসিইএফ রিফিনান্স প্রকল্পের উদ্দেশ্য হল সহজ সুদে অর্থের জোগান দিয়ে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পের খরচ কমিয়ে আনা। অর্থ আসবে জাতীয় পরিষ্কার শক্তি তহবিল (এনসিইএফ) থেকে।
সুযোগ
সময়সীমা : ২০১৩-১৪ আর্থিক বছর থেকে শুরু হয়ে এই প্রকল্প পাঁচ বছর চলবে।
প্রযুক্তি : বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, জৈবভর, ছোট জলবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ প্রভৃতি যে কোনও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পের জন্য ঋণ এই স্কিমের অধীনে বিবেচিত হবে।
কার্যাবলি : পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পগুলিতে কোনও নির্মাণ কাজ, বিদ্যুৎ ও তাপশক্তি উৎপাদন, বর্জ্য নিষ্কাশনের পরিকাঠামো তৈরি ইত্যাদি এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য।
যোগ্যতা
পুনর্বিনিয়োগের জন্য যোগ্য সংস্থা
তফশিলভুক্ত যে কোনও বাণিজ্যিক ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান এই স্কিমের অধীনে আইআরইডিএ-র কাছ থেকে পুনর্বিনিয়োগের অর্থ পাওয়ার যোগ্য। পুনর্বিনিয়োগের অনুমোদন প্রদান সম্পূর্ণত আইআরইডিএ-র হাতে, কতটা অর্থ দেওয়া হবে এবং আদৌ দেওয়া হবে কিনা তা তারাই ঠিক করবে। তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্বিনিয়োগের অর্থ পেতে গেলে নিম্নলিখিত যোগ্যতামান বজায় রাখতে হবে ---
১। বিগত তিন বছর ধরে প্রতিষ্ঠানটিকে মুনাফা অর্জনকারী হতে হবে। কোনও আর্থিক ক্ষতি যেন না থাকে।
২। অর্থপ্রদানকারী সংস্থার মোট অগ্রিমের তুলনায় মোট নন পারফরমিং অ্যাসেটের শতকরা হার প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পাঁচ শতাংশের বেশি হলে চলবে না।
৩। নির্ধারিত নিয়ন্ত্রণমূলক শর্তের সঙ্গে সঙ্গতি রেখে ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিওকে থাকতে হবে।
যোগ্য ঋণ
১। বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, জৈবভর, ছোট জলবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ প্রভৃতি যে কোনও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পের জন্য ঋণ এই স্কিমের অধীনে বিবেচিত হবে। এই প্রকল্পগুলিতে কোনও নির্মাণ কাজ, বিদ্যুৎ ও তাপশক্তি উৎপাদন, বর্জ্য নিষ্কাশনের পরিকাঠামো তৈরি ইত্যাদি এই স্কিমের আওতাভুক্ত হওয়ার যোগ্য।
২. এই স্কিম চালু হওয়ার পরে অনুমোদনপ্রাপ্ত প্রকল্পগুলি এবং ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানের খাতায় যাদের নামে আউটস্ট্যান্ডিং আছে তারাই কেবলমাত্র এই স্কিমের আওতাভুক্ত হতে পারবে।
সর্বশেষ সংশোধন করা : 7/4/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
আপনার রেটিং / মূল্যাঙ্কন
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.