অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

জাতীয় জৈবগ্য‌াস ও সার ব্য‌বস্থাপন কর্মসূচি

১৯৮১-৮২ সালে জৈবগ্য‌াস উন্নয়নের প্রকল্প হিসাবে এই কর্মসূচি শুরু হয়।

উদ্দেশ্য‌

  • পারিবারিক জৈবগ্য‌াস প্লান্টের মাধ্যমে রান্নার জন্য‌ জ্বালানি এবং গ্রামীণ পরিবারগুলির জন্য জৈব সারের ব্যবস্থা করা।
  • গ্রামীণ মহিলাদের একঘেয়ে পরিশ্রমের হাত থেকে উদ্ধার করা এবং জঙ্গলের সম্পদের উপর চাপ কমানো ও সামাজিক সুবিধা বাড়ানো।
  • জৈবগ্য‌াস প্লান্টের সঙ্গে শৌচাগারের সংযোগ ঘটিয়ে গ্রামে শৌচব্য‌বস্থার উন্নতি করা।

উপাদান

  • দেশে তৈরি জৈবগ্য‌াস প্লান্টকেই তুলে ধরা হয়।
  • শুধুমাত্র এই প্রকল্প রূপায়ণের জন্য‌ রাজ্যে রাজ্যে নোডাল এজেন্সি ও নোডাল ডিপার্টমেন্ট আছে। এ ছাড়া মুম্বইয়ের খাদি ও গ্রামোদ্যোগ কমিশন, আনন্দের (গুজরাত) জাতীয় ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং জাতীয় ও আঞ্চলিক স্তরের বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রকল্প রূপায়ণের কাজে জড়িয়ে রয়েছে। ব্য‌াপৃত।
  • প্রকল্পে নানা ধরনের আর্থিক সাহায্যের ব্য‌বস্থা রয়েছে, যেমন ব্য‌বহারকারীদের কেন্দ্রীয় ভর্তুকি, উদ্য‌োগীদের টার্ন কি জব ফি দেওয়া, রাজ্য‌ের নোডাল দফতর/এজেন্সিকে পরিষেবার জন্য‌ অর্থ প্রদান এবং প্রশিক্ষণ ও প্রচারের জন্য সহায়তা দেওয়া।
  • বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচিকে সহায়তা করা হয়। ন’টি বড় রাজ্য‌ে জৈবগ্য‌াস উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এরা রাজ্য‌ স্তরের নোডাল দফতর ও এজেন্সিকে প্রশিক্ষণের ব্য‌াপারে সাহায্য‌ করে।
  • কৃষির ভিত্তিতে যে সব অঞ্চলের অগ্রাধিকার রয়েছে সেখানে জৈবগ্য‌াস প্লান্ট তৈরি করার জন্য‌ বাণিজ্য‌িক ও সমবায় ব্য‌াঙ্কগুলি ঋণ দেয়। নাবার্ড ব্য‌াঙ্কগুলিকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পুনর্বিনিয়োগের অর্থ প্রদান করে।

পারিবারিক জৈবগ্য‌াস সার প্লান্টের অনুমোদিত মডেল

  • ১। প্রি-ফ্য‌াব্রিকেটেড মডেল জৈব গ্য‌াস প্লান্ট
    • প্রি-ফ্য‌াব্রিকেটেড রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) স্থায়ী গম্বুজ মডেল
    • প্রি-ফ্য‌াব্রিকেটেড আরসিসি ডাইজেস্টর কেভিআইসি মডেল পরিবারের উপযোগী জৈবগ্য‌াস প্লান্ট
    • প্রি-ফ্য‌াব্রিকেটেড উচ্চ ঘনত্বের পলিইথিলিন (এইচডিপিই) দ্রব্য‌ভিত্তিক সম্পূর্ণ দীনবন্ধু মডেল জৈব গ্য‌াস প্লান্ট
    • প্রি-ফ্য‌াব্রিকেটেড বায়েটেক মেক ফাইবার গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক (এফআরপি) জৈবগ্য‌াস প্লান্ট
    • প্রি-ফ্য‌াব্রিকেটেড এইচডিপিই দ্রব্য‌ভিত্তিক কেভিআইসি ধরনের গম্বুজযুক্ত ভাসমান জৈবগ্য‌াস প্লান্ট।
    • শক্তি সুরভি এফআরপিভিত্তিক গম্বুজযুক্ত কেভিআইসি নকসার প্রি-ফ্য‌াব্রিকেটেড বহনযোগ্য‌ মডেল ভাসমান জৈবগ্য‌াস প্লান্ট। যেটি তৈরি করেছে বিবেকানন্দ কেন্দ্র,কন্য‌াকুমারী।
    • সিনটেক্স নির্মিত প্লাস্টিকের গম্বুজযুক্ত কেভিআইসি ধরনের ভাসমান জৈবগ্য‌াস প্লান্ট। যেটি নির্মাণ করেছে সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কালোল, গুজরাত।
  • ২। গম্বুজ ধরনের ভাসমান জৈবগ্য‌াস প্লান্ট
    • কেভিআইসি ভাসমান ধাতব গম্বুজের জৈব গ্য‌াস প্লান্ট
    • ফেরো সিমেন্ট ডাইজেস্টর ও এফআরপি গ্য‌াস হোল্ডারযুক্ত কেভিআইসি ধরনের প্লান্ট।
    • প্রগতি মডেলের জৈবগ্য‌াস প্লান্ট
  • ৩। ব্য‌াগের ধরনের জৈবগ্য‌াস প্লান্ট (ফ্লেক্সি মডেল)
  • ৪। স্থায়ী গম্বুজযুক্ত জৈব গ্য‌াস প্লান্ট :
    • ইটের কাঠামো যুক্ত দীনবন্ধু মডেল
    • ইন-সিটু প্রযুক্তিভিত্তিক দীনবন্ধু ফেরোসমেন্ট মডেল ।
    • পরিবারের উপযোগী দীনবন্ধু মডেলের প্রি ফ্য‌াব্রিকেটেড এইচডিপিই দ্রব্য‌ ভিত্তিক প্রিফ্য‌াব্রিকেটেড গম্বুজ যুক্ত প্লান্ট
    • সলিড স্টেট দীনবন্ধু নকশাভিত্তিক স্থায়ী গম্বুজযুক্ত জৈবগ্য‌াস প্লান্ট। এটি তৈরি করেছে আইসিএআর।

সর্বশেষ সংশোধন করা : 3/9/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate