অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

সোলার পিভি ওয়াটার পাম্পিং স্টেশন কেনার ক্ষেত্রে সহজ শর্তে ঋণ

সোলার পিভি ওয়াটার পাম্পিং স্টেশন কেনার ক্ষেত্রে সহজ শর্তে ঋণ

সোলার পিভি ওয়াটার পাম্পিং পদ্ধতি ব্য‌বহারকারী ও মধ্য‌স্থতাকারীরা মোট দামের ৯০ শতাংশের উপর ৫/২.৫ শতাংশ বার্ষিক হারে এই পদ্ধতি ক্রয়ের জন্য‌ সহজ শর্তে ঋণ পাবে। কিস্তিতে সর্বাধিক দশ বছরে (ঋণ মঞ্জুর হওয়ার প্রথম বছরের শেষ থেকে হিসাব করে) এই ঋণ শোধ দিতে হবে।

১। পারিবারিক জৈবগ্য‌াস প্লান্ট

সিকিম-সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য‌গুলি (অসমের সমতল অঞ্চল ছাড়া)

 

অসমের সমতল অঞ্চল

 

 

জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল (তরাই ছাড়া),তামিলনাড়ুর নীলগিরি অঞ্চল, দার্জিলিং এর কালিম্পং ও কার্শিয়াং মহকুমা, সুন্দরবন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

 

অন্য‌ এলাকার জন্য‌

 

 

২। জৈবভর গ্য‌াসিফায়ার

 

 

(ক) গ্রামীণ অঞ্চলের জন্য‌

জৈবভর গ্য‌াসিফায়ার

 

 

 

 

 

(খ) শিল্পে ব্য‌বহারের জন্য‌ বায়োমাস গ্য‌াসিফায়ার

 

 

 

 

 

 

 

 

 

৩। বর্জ্য‌ থেকে শক্তি শিল্প প্রকল্প

 

 

 

 

৪.সোলার ফোটোভোলটাইক (এসপিভি)

 

এসপিভি লন্ঠন

 

 

 

 

এসপিভি হোম লাইটিং ব্য‌বস্থা

 

 

 

 

এসপিভি স্ট্রিট লাইটিং ব্য‌বস্থা

 

 

 

 

এসপিভি স্ট্য‌ান্ড অ্য‌ালোন পাওয়ার প্লান্ট ১ কিলোওয়াটপিকের কম ক্ষমতাসম্পন্ন

 

 

 

এসপিভি স্ট্য‌ান্ড অ্য‌ালোন পাওয়ার প্লান্ট ১০ কিলোওয়াটপিকের কম ক্ষমতাসম্পন্ন

 

 

৫। শহরাঞ্চলে এসপিভির ব্য‌বহার

 

এসপিভি স্ট্রিট লাইট কন্ট্রোল সিস্টেম

 

এসপিভি স্ট্রিট/পাবলিক গার্ডেন লাইটস (৭৪/৭৫ ডাবলুপি মডিউল)

 

এসপিভি আলোকিত হোরডিং (সর্বোচ্চ ১ কিলোওয়াটপিক এসপিভি মডিউল)

 

এসপিভি রোড স্টাড

 

 

এসপিভি ব্লিঙ্কার (ন্যূনতম ৩৭ ওয়াটপিক মডিউল)

 

এসপিভি ট্রাফিক সিগনাল (ন্যূনতম ৫০০ ওয়াটপিক মডিউল)

 

এসপিভি পাওয়ার প্য‌াক (সর্বোচ্চ ১ কিলোওয়াটপিক মডিউল)

 

 

৬। এসপিভি জল পাম্প করার ব্যবস্থা

 

 

৭। সৌর তাপীয় ব্যবস্থা/যন্ত্র

 

 

 

 

 

৮। অক্ষয় উর্জা দোকান

 

৯. দুর্গম গ্রাম বিদ্য‌ুদয়নের জন্য‌

১৪,৭০০ টাকা ১ ঘনমিটার এবং ২-৪ ঘনমিটারের জন্য‌

 

 

৯০০০ টাকা ১ ঘনমিটার এবং ১০,০০০ টাকা ২-৪ ঘনমিটারের জন্য‌

 

১ ঘনমিটারের জন্য‌ ৪,০০০ টাকা ও ২-৪ ঘনমিটারের জন্য‌ ১০০০০টাকা

 

 

 

 

 

১ ঘনমিটারের জন্য‌ ৪০০০ টাকা এবং ২-৪ ঘনমিটারের জন্য‌ ৮০০০টাকা

 

১.৫০ লক্ষ/১০০ কিলোওয়াট-ইলেকট্রিক তাপ ও ইলেকট্রো-মেকানিকাল অ্য‌াপ্লিকেশনের জন্য‌ (দু’টি ফুয়েল ইঞ্জিন-সহ); ১৫ লক্ষ টাকা ১০০ কিলোওয়াট-ইলেকট্রিক ১ মেগাওয়াট বিদ্য‌ুৎ উৎপাদনের জন্য‌ (১০০ শতাংশ উৎপাদক গ্য‌াস ইঞ্জিন);

২০ শতাংশ বেশি ভর্তুকি বিশেষ বর্গের রাজ্য‌ ও দ্বীপের জন্য‌

২ লক্ষ টাকা/৩০০ কিলোওয়াট-ইলেকট্রিক তাপীয় অ্য‌াপ্লিকেশনে;

২.৫০ লক্ষ/১০০কিলোওয়াট-ইলেকট্রিক ডুয়াল ফুয়েল ইঞ্জিনের জন্য‌;

১০ লক্ষ টাকা/১০০ কিলোওয়াট-ইলেকট্রিক ১০০ শতাংশ প্রডিউসার গ্য‌াস ইঞ্জিন সহ; ১৫ লক্ষ টাকা/১০০ কিলোওয়াট-ইলেকট্রিক ১০০ শতাংশ প্রডিউসার গ্য‌াস ইঞ্জিন সহ, কোনও প্রতিষ্ঠানে;

 

৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা/মেগাওয়াট-ইলেকট্রিক, প্রযুক্তির উপর নির্ভর করে (বিশেষ বর্গের রাজ্য‌ের জন্য‌ ২০ শতাংশ উচ্চহারে ভর্তুকি)

 

 

 

২,৪০০ টাকা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য‌ এবং বিশেষ অঞ্চলের জন্য‌। অন্য‌ অঞ্চলের জন্য‌ নয়।

 

 

৪,৫০০ টাকা থেকে ৮৬০০ টাকা উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ এলাকার জন্য‌ এবং ২৫০০ টাকা থেকে ৪৮০০ টাকা সাধারণ এলাকার জন্য‌। মডেলের উপর অনেকটা নির্ভর করে।

১৭,৩০০ টাকা উত্তর পূর্বাঞ্চল ও বিশেষ এলাকার জন্য‌

৯,৬০০ টাকা সাধারণ এলাকার জন্য‌

 

 

২,২৫,০০০/কিলোওয়াটপিক উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ এলাকার জন্য‌

১,২৫,০০০/কিলোওয়াটপিক সাধারণ এলাকার জন্য‌

 

২,৭০,০০০ টা/কিলোওয়াটপিক উত্তর পূর্বাঞ্চল ও বিশেষ এলাকার জন্য‌

১,৫০,০০০/কিলোওয়াটপিক সাধারণ এলাকার জন্য‌

 

 

 

২৫ শতাংশ খরচ সর্বোচ্চ ৫ হাজার টাকা

 

৫০ শতাংশ খরচ সর্বোচ্চ ১০ হাজার টাকা ও ১২ হাজার টাকা যথাক্রমে ১১ ওয়াট ও ১৮ ওয়াট সিএফএলের জন্য

৫০ শতাংশ খরচ সর্বোচ্চ ১৫,০০০টা/১০০ ওয়াটপিক মডিউলের জন্য‌

৫০ শতাংশ খরচ সর্বোচ্চ ১ হাজার টাকা

 

 

৫০ শতাংশ খরচ সর্বোচ্চ ৭,৫০০টাকা

 

 

৫০ শতাংশ খরচ খরচ সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা

 

৫০ শতাংশ খরচ সর্বোচ্চ ১ লক্ষ টাকা/কিলোওয়াটপিক

 

 

 

৩০ টাকা/ওয়াটপিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রতি সিস্টেমের জন্য‌

 

বক্স ধরনের কুকারের জন্য‌:

এসএনএ দের ভর্তুকি --

-আইএসআই মার্কা কুকারে ২০০ টাকা

-আইএসআই মার্কা ছাড়া কুকারে ১০০ টাকা

-প্রচার/ওয়ার্কশপের জন্য‌ ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত

উৎপাদনকারীদের সহায়তা

বিআইএস অনুমোদন পাওয়ার জন্য‌ ফি- এর ৫০ শতাংশ পুনঃপ্রদান

 

সোলার ওয়াটার হিটিং সিস্টেম :

-গার্হস্থ্য ব্য‌বহারকারীদের জন্য‌ ২ শতাংশ হারে ভর্তুকিযুক্ত ঋণ, সংস্থার ক্ষেত্রে ৩ শতাংশ হারে এবং গোষ্ঠী ব্য‌বহারকারীদের ক্ষেত্রে ৫ শতাংশ হারে এবং মোটিভেটর হিসাবে ১০০ টাকা প্রতি বর্গমিটার কালেক্টর এলাকার জন্য‌

- বাণিজ্য‌িক সংস্থা এবং প্রতিষ্ঠানকে

প্রতি বর্গমিটারে ৮২৫/১১০০ টাকা হারে মূলধনী ভর্তুকি

 

সোলার এয়ার হিটিং/ষ্টিম উৎপাদন ব্যবস্থা :

- খরচের উপর ৩৫ থেকে ৫০ শতাংশ হারে মূলধনী ভর্তুকি, নির্দিষ্ট কিছু সিলিংয়ের সাপেক্ষে

 

ডিশ/কমিউনিটি টাইপ সৌর কুকার :

- খরচের ৫০ শতাংশ ২,৫০০ টাকা সীমার মধ্য‌ে ডিশ টাইপের কুকারের জন্য‌ এবং ২৫ হাজার টাকা শেফার/ কমিউনিটি টাইপ কুকারের জন্য‌

 

 

ভর্তুকি যুক্ত ঋণ ১০ লক্ষ টাকা পর্যন্ত ৭ শতাংশ হারে এবং কার্যক্ষমতা ভিত্তিক অনুদান ও উৎসাহ ভাতা প্রতি মাসে ১০ হাজার টাকা।

 

বিদ্য‌ুৎ উৎপাদন পদ্ধতির ৯০ শতাংশ খরচ নিম্নলিখিত শর্ত সাপেক্ষে --

বাড়ি পিছু সর্বোচ্চ ১৮ হাজার টাকা বণ্টিত বিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে;

 

বাড়ি পিছু ১১,২৫০ টাকা এসপিভি হোম লাইটিং সিস্টেমের ক্ষেত্রে;

১।৪।২০১১ থেকে এসপিভি পদ্ধতিতে খরচের মাপকাঠি ও সংশোধিত মূলধনী ভর্তুকি

১।৪।২০১১ ফটোভোলটাইকের নির্ধারিত খরচ প্রতি ওয়াটপিক পিছু ২৭০ টাকা (ব্য‌াটারি সমেত) এবং ১৯০ টাকা (ব্য‌াটারি ছাড়া) ধার্য করা হয়েছে। সাধারণ স্থানের জন্য‌ সিএফএ ৩০ শতাংশ সীমাবদ্ধ করা হয়েছে ফলে তা দাঁড়াচ্ছে প্রতি ওয়াটপিক পিছু ৮১ টাকা (ব্যাটারি ব্য‌াক-আপ সহ) এবং ৫৭ টাকা (ব্য‌াটারি ব্য‌াক-আপ ছাড়া)। চিহ্নিত বিশেষ বর্গের/উত্তর পূর্ব ভারতের রাজ্য‌ের জন্য‌ সিএফএ ৯০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়। সেখানে প্রতি ওয়াটপিকএর জন্য‌ ২৪৩ টাকা (ব্য‌াটারি ব্য‌াক-আপ সমেত) ও ১৭১ টাকা (ব্য‌াটারি ব্য‌াকআপ ছাড়া) ধার্য করা হয়েছে।

সূত্র : নতুন ও পুনর্নবীকরণযোগ্য‌ শক্তি মন্ত্রক, ভারত সরকার

সর্বশেষ সংশোধন করা : 1/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate