পরিবেশনীতি নিয়ে এখনই সচেতন না হলে গোটা বিশ্বের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে সম্প্রতি সতর্কতা জারি করেছে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিষয়ক প্যানেল (আইপিসিসি)। পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির জন্য তারা কার্যত রাজনৈতিক দলগুলির সদিচ্ছার অভাবকেই দায়ী করেছে। এ দেশের বিশিষ্ট পরিবেশবিদরা জানাচ্ছেন, এখানকার ছবিটাও গোটা দুনিয়ার নিরিখে পৃথক কিছু নয়। নির্বাচনের আগে ইস্তাহারে পরিবেশ নিয়ে নানাবিধ প্রতিশ্রুতি থাকলেও ক্ষমতায় এলে আর কেউ কথা রাখে না।
কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের নির্গমন এখন অনেক বেশি হারে হচ্ছে। বিকল্প শক্তির ব্যবহার বাড়িয়ে গ্রিনহাউস গ্যাসের নির্গমন রোধই এই বিপদ মোকাবিলার একমাত্রা রাস্তা। বিকল্প শক্তি বলতে মূলত সৌরশক্তি, জৈব গ্যাস, জৈবভর (বায়োমাস) ও ক্ষুদ্র জলবিদ্যুৎ বোঝানো হয়। কিন্তু এখানে এখনও কয়লা পুড়িয়ে চিরাচরিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন হয়, মন্ত্রীদের কনভয়ে থাকে ২০-২৫টি গাড়ি। ফলে দূষণ আর উষ্ণতা বাড়তেই থাকে। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সকলেরই নির্বাচনী ইস্তাহারের শেষের দিকে বেশ খানিকটা জায়গা জুড়ে আছে পরিবেশ সম্বন্ধে হরেক প্রতিশ্রুতি। কিন্তু তার কতটা রূপায়িত হবে, সেই প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা।
কেন এই প্রশ্ন? জাতীয় পরিসংখ্যান বলছে, ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সে জায়গায় দু’ বছরে মাত্র দু’ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বাকি ৮ বছরে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কি না, সেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এক জন জানাচ্ছেন, ২০১২-২২ এর মধ্যে মোট বিদ্যুতের ১৫ থেকে ২০ শতাংশ বিকল্প শক্তি থেকে পাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। সবে ৭ শতাংশে পৌঁছনো গিয়েছে। ওই বিশেষজ্ঞের কথায়, বিকল্প শক্তির ব্যবহার ১% বাড়াতে দু’ বছর সময় লাগে। নির্ধারিত সময়ের মধ্যে ওই লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব নয়। জার্মানিতে বর্তমানে মোট বিদ্যুৎ ব্যবহারের ২৮% বিকল্প শক্তি থেকে আসে বলে জানান তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, ১৮ এপ্রিল ২০১৪
সর্বশেষ সংশোধন করা : 4/29/2020