সব বিষয়ে পিছিয়ে পড়াটাই যখন পশ্চিমবঙ্গের আদত হয়ে দাঁড়াচ্ছে, তখন এই খবরটি বেশ অন্য রকম লাগবে। ভারতবর্ষে বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে ৫৮৭১ বর্গ কিমি। এর মধ্যে পশ্চিমবঙ্গের কৃতিত্ব সব চেয়ে বেশি। এই রাজ্যে ৩৮১০ বর্গ কিমি এলাকা জুড়ে নতুন ভাবে বনাঞ্চল সৃষ্টি হয়েছে, যা কিনা সারা দেশে মোট বৃদ্ধির ৬৪ শতাংশ। এই তথ্য পাওয়া গিয়েছে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার প্রকাশিত একটি সমীক্ষা থেকে। পশ্চিমবঙ্গের মতো ঘন জনবসতিপূর্ণ রাজ্যে বনাঞ্চল রয়েছে মাত্র ১৮.৯৩ শতাংশ এলাকায়। রাজ্যের মুখ্য বন সংরক্ষক আজম জায়দির মতে পশ্চিমবঙ্গের এই সাফল্যের অন্যতম কারণ বনাঞ্চল সংরক্ষণে সরকার ও স্থানীয় মানুষজনের যৌথ ভূমিকা।
পশ্চিমবঙ্গের পরেই স্থান ওড়িশার। সেখানে ১,৪৪৪ বর্গ কিমি অঞ্চলে নতুন করে বন সৃষ্টি হয়েছে। তিন নম্বরে আছে কেরল। সে রাজ্যে বনাঞ্চল বেড়েছে ৬২২ বর্গ কিমি। প্রসঙ্গত, এই রিপোর্ট থেকে আর একটি উল্লেখযোগ্য তথ্য যা পাওয়া যাচ্ছে তা হল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে, বিশেষ করে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং মণিপুরে, যেখানে মোট এলাকার ৭৫ শতাংশ জুড়েই আছে বনভূমি, সেখানে বনাঞ্চল হ্রাস পেয়েছে ৬২৭ বর্গ কিমি। এর জন্য উত্তর-পূর্বাঞ্চলে প্রচলিত ঝুম চাষ পদ্ধতি অনেকাংশে দায়ী, বিশেষজ্ঞরা মনে করছেন।
সূত্র : দ্য হিন্দু
সর্বশেষ সংশোধন করা : 1/28/2020