জল ও বাতাস থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তা কার্বনমুক্ত বলা যেতে পারে। কারণ এখানে কোনও কিছু পোড়ানোর দরকার হয় না। কিন্তু পুড়িয়ে তৈরি করা বিদ্যুৎ কী ভাবে ৯৮ শতাংশ কার্বনমুক্ত হয় ?
এক গ্রাম ডায়াক্সিনও কয়েক হাজার মানুষের প্রাণ সংশয়ের কারণ হতে পারে।
হাওড়া প্রকল্পে যখন বর্জ্য পৃথকীকরণ করার কথা ভাবা হচ্ছে না, তখন দূষণের কথা আরও বেশি করে ভাবতে হবে।
সব দিক না ভেবে বর্জ্য পোড়াতে শুরু করাটা মোটেই সমীচীন কাজ নয়।